ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে নিউজিল্যান্ড

প্রকাশনার সময়: ০১ ডিসেম্বর ২০২৩, ১৪:০৪ | আপডেট: ০১ ডিসেম্বর ২০২৩, ১৯:৩৮

বাংলাদেশের দেওয়া ৩৩২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছে নিউজিল্যান্ড। একে একে সাজঘরে ফিরেছেন ৩ টপঅর্ডার। ইনিংসের প্রথম ওভারেই কিউই শিবিরে আঘাত হেনেছেন শরিফুল ইসলাম। ওভারের শেষ বলে রানের খাতা খোলার আগেই টম ল্যাথামকে (৬ বলে ০) সাজঘরে ফেরত পাঠান এই বাঁহাতি পেসার। শরিফুলের ফুল লেন্থের বলে উইকেটরক্ষক নুরুল হাসানের হাতে ক্যাচ তুলে দেন ল্যাথাম।

প্রথম ইনিংসে বাংলাদেশ দলের কাঁটা হয়ে ব্যাট করছিলেন কেন উইলিয়ামসন। কিন্তু দ্বিতীয় ইনিংসে উইলিয়ামসনকে সেটি করতে দিলেন না তাইজুল ইসলাম। ইনিংসের শুরুর দিকেই এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে এই কিউই ব্যাটারকে আউট করেন বাঁহাতি স্পিনার তাইজুল। ২৪ বলে ১১ রান করে সাজঘরে ফেরত যান উইলিয়ামসন।

এরপর ব্যাট করতে নামা হেনরি নিকোলসে সাজঘরের পথ দেখান অফস্পিনার মেহেদি হাসান মিরাজ। ২ রানে করে নাইম হাসানের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন এই কিউই ব্যাটার।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভারের খেলা শেষে কিউইদের সংগ্রহ ৩ উইকেটে ৩৪ রান। ১৭ রান নিয়ে খেলছেন ডেভন কনওয়ে, অপরপ্রান্তে ৪ রান নিয়ে অপরাজিত আছেন ড্যারেল মিচেল।

এর আগে সিলেট টেস্ট জয়ের জন্য নিউজিল্যান্ডকে ৩৩২ রানের লক্ষ্যমাত্রা দিয়েছে বাংলাদেশ। আগের দিনের সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ মুশফিকুর রহিমের ফিফটিতে কিউইদের সামনে বড় সংগ্রহ দাঁড় করাতে ব্যর্থ হয় স্বাগতিকরা।

শুক্রবার (১ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩৩৮ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। ফলে কিউইদের জয়ের জন্য করতে হবে ৩৩২ রান। বাংলাদেশের হয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সর্বোচ্চ ১০৫ রান করেন। এ ছাড়া মুশফিকুর রহিম ৬৭ ও মেহেদী মিরাজ অপরাজিত ৫০ রান করেন।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ