নিউজিল্যান্ডের বিপক্ষে ১৮০ রানে দুই উইকেট থেকে ১৮৪ রানে চার উইকেট নেই স্বাগতিক বাংলাদেশের। সেই ব্যর্থতা তৃতীয় সেশনেও অব্যাহত থাকে টাইগারদের। শেষ পর্যন্ত অলআউট হয়নি বাংলাদেশ।
মঙ্গলবার (২৮ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৮৫ ওভারে ৯ উইকেটে ৩১০ রান।
এদিন টস জিতে ব্যাটিং বেছে নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শুরুটা দেখেশুনেই করেন দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও জাকির হাসান। কিউই স্পিনারদের বুঝেশুনে মোকাবিলা করছিলেন তারা। তবে ১৩তম ওভারের তৃতীয় বলে এজাজ প্যাটেলের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন জাকির। এর আগে ১২ রান করেন তিনি।
জাকির আউট হলে ক্রিজে আসেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সাকিব আল হাসানের অনুপস্থিতিতে টেস্টে প্রথমবার দেশকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। ক্রিজে এসেই আগ্রাসী মেজাজে ব্যাট চালান। যেন ওয়ানডে ম্যাচের শেষ দিকে নেমে দলের রান বাড়ানোর কাজটা করছেন! ৩৫ বলে দুই চার এবং তিন ছক্কায় ৩৭ রান করে আউট হলেন শান্ত।
তৃতীয় উইকেটে জয় ও মমিনুল হক দ্বিতীয় সেশনে লম্বা সময় ধরে বাংলাদেশকে কক্ষপথে রাখেন। দলীয় ১৮০ রানে মমিনুলকে ফিরিয়ে জুটি ভাঙেন গ্লেন ফিলিপস। উইকেটের পেছনে টম ব্লান্ডেলের ক্যাচে পরিণত হন মমিনুল। তিনি আউট হওয়ার আগে ৩৭ রান করেন। জয়কে ব্যক্তিগত ৮৬ রানে থামতে হয়। ১৬৬ বলে ১১ চারে ৮৬ রান করা জয়কে স্লিপে ডেরিল মিচেলের ক্যাচ বানান ইশ সোধি।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ। অভিষিক্ত শাহাদাত হোসেন দিপু ২৪, নুরুল হাসান সোহান ২৯ রান করে আউট হন। প্রথম দিনেই অলআউট হওয়ার শঙ্কা জাগে বাংলাদেশের। শেষ দিকে তাইজুল ইসলাম ও শরিফুল ইসলাম মিলে বিকেলের বাকি সময় কাটিয়ে দেন। বাংলাদেশ প্রথম দিন শেষ করে ৩১০ রানে।
আগামীকাল দ্বিতীয় দিনের প্রথম সেশনে লক্ষ্য থাকবে প্রথম ইনিংসের সংগ্রহ যতটা সম্ভব বাড়ানো যায়। কিউইদের পক্ষে চার উইকেট নেন গ্লেন ফিলিপস। দুটি করে উইকেট পান আজাজ প্যাটেল ও কাইল জেমিসন।
সংক্ষিপ্ত স্কোর :
প্রথম দিন শেষে বাংলাদেশ : ৮৫ ওভারে ৩১০/৯*।
(জয় ৮৬, জাকির ১২, শান্ত ৩৭, মমিনুল ৩৭, মুশফিক ১২, দিপু ২৪, মিরাজ ২০, সোহান ২৯, নাঈম ১৬, তাইজুল ৮*, শরিফুল ১৩*; সাউদি ১৪-২-৪৩-০, জেমিসন ১৭-৫-৫২-২, প্যাটেল ২৪-১-৭৬-২, সোধি ১৪-১-৭১-১, ফিলিপস ১৬-১-৫৩-৪)।
নয়া শতাব্দী/এমবি
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ