বিশ্বকাপ ব্যর্থতার পর সাদা পোশাকের ক্রিকেট দিয়ে আবার মাঠে ফিরছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এই ম্যাচ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রে প্রবেশ করলো বাংলাদেশ।
এই ম্যাচে নতুন এক ক্রিকেটারের অভিষেকও দেখছে বাংলাদেশ। সিনিয়র ক্রিকেটারদের অনুপস্থিতিতে এই টেস্টে জায়গা পাচ্ছেন শাহাদাৎ হোসেন দিপু।
সাকিব আল হাসান, তামিম ইকবাল এবং লিটন দাসের মত গুরুত্বপূর্ণ ক্রিকেটার দলে নেই। এই তিন গুরুত্বপূর্ণ ক্রিকেটারের ঘাটতি পোষানোটা খুবই কঠিন বাংলাদেশ দলের জন্য। তবুও সেই ঘাটতি পোষাতে হবে। নতুন তিন ক্রিকেটারকে স্কোয়াডে নেয়া হয়েছিলো। এখান থেকে একজন বা দু’জনের মাথায় টেস্ট ক্যাপ প্রথমবার উঠবে, এটা প্রায় নিশ্চিত ছিল।
অনেকেই মনে করেছিলেন, এবাদত হোসেন যেহেতু নেই এবার, তার জায়গায় হয়তো পেসার হাসান মাহমুদের অভিষেক হতে পারে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে। তবে, পেসার হাসান মাহমুদ নন, মিডল অর্ডারে ব্যাটার শাহাদাত হোসেন দিপুর অভিষেক ঘটছে আজ। এরই মধ্যে শাহাদাতের মাথায় টেস্ট ক্যাপ তুলে দেয়া হয়েছে।
এরই মধ্যে টস হয়ে গেছে। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ দলের ইনিংস ওপেন করবেন দুই তরুণ ব্যাটার মাহমুদুল হাসান জয় এবং জাকির হাসান। উইকেটের পেছনে গ্লাভস হাতে দায়িত্ব পালন করবেন নুরুল হাসান সোহান।
বাংলাদেশ একাদশ মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন দিপু, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, নাঈম হাসান।
নিউজিল্যান্ড একাদশ ডেভন কনওয়ে, টম ল্যাথাম, কেন উইলিয়ামসন, হেনরি নিকোলস, ড্যারিল মিচেল, টম ব্লান্ডেল, গ্লেন ফিলিপস, কাইল জেমিসন, ইশ সোধি, টিম সাউদি (অধিনায়ক), অ্যাজাজ প্যাটেল।
নয়াশতাব্দী/আরজে
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ