ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আমি আর বেশিদিন নাই : পাপন 

প্রকাশনার সময়: ২৭ নভেম্বর ২০২৩, ১৫:২২
ছবি- সংগৃহীত

নিজের ভবিষ্যৎ ঠিক করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে জরুরি বৈঠকে বসেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। বৈঠক শেষে তামিম কথা না বললেও সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন পাপন। সেখানে বিসিবি ছাড়ার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, এই টার্ম তো আর বেশিদিন নাই। আমি আর বেশিদিন নাই।

সোমবার (২৭ নভেম্বর) দুপুর বারোটা নাগাদ রাজধানীর গুলশানে পাপনের বাসভবনে এসেছিলেন তামিম। প্রায় দেড় ঘণ্টার বৈঠক শেষে বেলা ১টা ৪৫ মিনিটে বেড়িয়ে আসেন তিনি।

এরপর নিজ বাসার সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পাপন বলেন, এই টার্ম তো আর বেশিদিন নাই। আমি আর বেশিদিন নাই। আমার প্ল্যান হচ্ছে, আর একটা বছর আছে। এবং এর মধ্যে যাওয়ার আগে অবশ্যই টিমকে ঠিক করে যাব। সেটা ঠিক হবে কিনা আমি জানিনা। আমি যেটা মনে করি, এটা করা দরকার, সেটা যদি অনেক কঠিন সিদ্ধান্তও হয়, সেটাও নিব।

নিজের শেষ সময়ে খানিক কঠোর হবেন, সেই আভাসও দিয়ে রেখেছেন বোর্ড সভাপতি। তিনি বলেন, একেকজন একেকটা কথা বলবে। সেটা শুনে একটা ডিসিশন নিব এসবের মধ্যে আমি নাই।

নিজের অবসরের ইঙ্গিতের পাশাপাশি তামিম ইকবাল ইস্যুতেও কথা বললেন পাপন। তিনি বলেন, বিপিএলের পর তামিমের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তার আগে সে ফিরবে না। আমার মেয়াদও শেষের দিকে। দায়িত্ব ছাড়ার আগে বেশকিছু কঠিন সিদ্ধান্ত নিতে চাই।

নয়া শতাব্দী/এমবি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ