ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

বসুন্ধরা কিংসের বিপক্ষে খেলতে ঢাকায় মালদ্বীপের মাজিয়া

প্রকাশনার সময়: ২৫ নভেম্বর ২০২৩, ১৩:৫৩

জাতীয় ফুটবল দলের ব্যস্ততা শেষে আগামী ২৭ নভেম্বর কিংস অ্যারেনায় বসুন্ধরা কিংসের বিপক্ষে খেলতে মালদ্বীপ লিগের চ্যাম্পিয়ন দল মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন শুক্রবার মধ্যরাতে ঢাকায় পৌঁছেছে।

শনিবার (২৫ নভেম্বর) বিকেলে এএফসি কাপের অ্যাওয়ে ম্যাচ খেলতে আর্মি পুলিশ ব্যাটালিয়ন ফিল্ডে সফরকারী দল অনুশীলন করবে।

বসুন্ধরা কিংস এই মৌসুমে এএফসি কাপের আসর শুরু করেছিল মাজিয়া ম্যাচ দিয়ে। মালদ্বীপের মালেতে অ্যাওয়ে ম্যাচে বসুন্ধরা কিংস হার দিয়ে টুর্নামেন্ট শুরু করে। এবার ফিরতি লিগে হোম ম্যাচে কিংসের প্রতিশোধ নেয়ার পালা।

এএফসি কাপে চার ম্যাচ শেষে সমান ৭ পয়েন্ট মোহনবাগান ও বসুন্ধরা কিংসের। কিংস মোহনবাগানকে হারানোয় হেড টু হেড টেবিলের শীর্ষে রয়েছে। বসুন্ধরা কিংস ও মোহনবাগান উভয়ই পরের দুই ম্যাচ জিতলে হেড টু হেডে এগিয়ে থাকায় কিংস পরবর্তী রাউন্ডে খেলবে। পরবর্তী রাউন্ডে খেলতে হলে মাজিয়ার বিপক্ষে ম্যাচটি কিংসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ