ঢাকা, বৃহস্পতিবার, ২ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩১, ১ রজব ১৪৪৬

নতুন ঠিকানায় থিতু হলেন অ্যালান ডোনাল্ড 

প্রকাশনার সময়: ২৫ নভেম্বর ২০২৩, ১১:৫৮

গুঞ্জন ছিল বাংলাদেশের দায়িত্ব ছেড়ে এশিয়ান দেশ শ্রীলঙ্কায় পা রাখবেন অ্যালান ডোনাল্ড। তবে দক্ষিণ আফ্রিকান এই পেস কিংবদন্তি জানিয়েছিলেন, নিজের দেশেই ফিরতে চান তিনি। বাবা আর দাদা হিসেবে নিজের ঘরে সময় কাটানোর প্রতি আগ্রহ ছিল তার। এবার জানা গেল তার নতুন ঠিকানা নিয়ে। দক্ষিণ আফ্রিকাতেই নিজের নতুন কর্মক্ষেত্র খুঁজে পেয়েছেন ডোনাল্ড।

বাংলাদেশের দায়িত্ব ছেড়ে নিজ দেশের ঘরোয়া ক্রিকেটের দল ডিপি ওয়ার্ল্ড লায়ন্সের দায়িত্ব নিয়েছেন অ্যালান ডোনাল্ড। সেখানে এমন একজনের সঙ্গে তিনি থাকবেন, যার নিজেরও বাংলাদেশকে কোচিং করানোর পূর্ব অভিজ্ঞতা আছে। টাইগাদের সাবেক প্রধান কোচ রাসেল ডমিঙ্গোকে প্রধান কোচ হিসেবে পাচ্ছেন ডোনাল্ড।

ডোনাল্ডের নিয়োগের বিষয়টি নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়ে নিশ্চিত করেছে লায়ন্স। লায়ন্সের কোচিং স্টাফে আরেক প্রোটিয়া তারকা হাশিম আমলাকেও পাচ্ছেন ডোনাল্ড। দলটির ব্যাটিং কোচের দায়িত্বে আছেন সাবেক এই দক্ষিণ আফ্রিকান ওপেনার। এর আগে এই পদে ছিলেন জেপি ডুমিনি। যিনি এখন দক্ষিণ আফ্রিকারই ব্যাটিং কোচ পদে নিয়োগ পেয়েছেন।

নয়াশতাব্দী/আরজে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ