ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

তোয়ালে দিয়ে বল ধরায় ৫ রান জরিমানা!

বিগ ব্যাশ লিগ
প্রকাশনার সময়: ২৪ নভেম্বর ২০২৩, ১১:১৮

অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট বিগ ব্যাশ লিগে ঘটেছে এক অবাক কাণ্ড। সিডনি সিক্সার্সের বিপক্ষে তোয়ালে দিয়ে বল ধরায় ৫ রানের জরিমানার কবলে পড়েছে ব্রিসবেন হিট। যা শেষে ম্যাচের ফল নির্ধারণে বড় প্রভাবক হিসেবে কাজ করেছে। মঙ্গলবার (২১ নভেম্বর) মেয়েদের বিগ ব্যাশ লিগের ম্যাচে ঘটনাটি ঘটেছে।

ওই ম্যাচে টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৬ রান তুলেছিল ব্রিসবেন। এই রান তাড়া করে সিডনি জিতেছে ১ বল বাকি থাকতেই। তবে তোয়ালে-কাণ্ড না ঘটলে ম্যাচের ফল অন্যরকম হতে পারত। ব্রিসবেন প্রথমে ব্যাট করে ১৭৬ রান তুলতে পেরেছে অ্যামেলিয়া কারের ৬৪ রানের ইনিংসে ভর করে। এই অ্যামেলিয়া কারের জন্যই আবার তাদের ৫ রান জরিমানা হয়েছে।

ইনিংসের দশম ওভারে ব্যাটিং করেছিলেন সিডনির অ্যাশলে গার্ডনার। বল লং অনে ঠেলে দিয়ে ১ রানের জন্য দৌড়াচ্ছিলেন তিনি। লং অন থেকে ননস্ট্রাইকার প্রান্তে বল থ্রো করেন ফিল্ডার। সেখানে অ্যামেলিয়া বল ধরেছেন হাতে তোয়ালে প্যাঁচানো অবস্থায়। তাতেই মাঠের আম্পায়ার সঙ্গে সঙ্গে ৫ রান জরিমানা করার সংকেত দেন।

মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) প্রণীত নিয়মে বলা আছে, ‘উইকেটকিপার ছাড়া আর কোনো ফিল্ডারের গ্লাভস বা বাড়তি কিছু পরার অনুমতি নেই। কারও হাতে বা আঙুলের নিরাপত্তার কারণে বাড়তি কোনো কিছু পরতে হলে আম্পায়ারের অনুমতি নিতে হবে।’ এমসিসির নিয়মে এরপর লেখা আছে, ‘কোনো ফিল্ডার যদি (বল ধরার জন্য) তার হাতে কোনো কাপড় ব্যবহার করেন এবং সেটার সাহায্যে ফিল্ডিং করেন, আম্পায়াররা ব্যাটিং করতে থাকা দলকে বাড়তি ৫ রান দিতে পারবেন।’

নয়াশতাব্দী/আরজে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ