ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

মারাকানা কাণ্ডে ফিফার শাস্তির মুখে ব্রাজিল

প্রকাশনার সময়: ২৪ নভেম্বর ২০২৩, ১০:৩৬ | আপডেট: ২৪ নভেম্বর ২০২৩, ১০:৪৬

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে গত বুধবার আর্জেন্টিনার বিপক্ষে মারাকানা স্টেডিয়ামে খেলতে নেমেছিল ব্রাজিল। লাতিন আমেরিকার এ দুই দেশের লড়াই মানেই যে উত্তাপ-উত্তেজনা তার প্রমাণ সেদিন মিলেছে আরও একবার। খেলা শুরুর আগেই চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের সমর্থকরা গ্যালারিতে দাঙ্গায় জড়ান। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আর্জেন্টাইন সমর্থকদের উপর লাঠিচার্জ করে ব্রাজিলিয়ান পুলিশ। শেষ পর্যন্ত আধ ঘণ্টা দেরিতে মাঠে গড়ায় ম্যাচ যেখানে ১-০ গোলে জয় তুলে নেয় আলবিসেলেস্তেরা। বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে এমন সেদিনের সংঘাতের ঘটনায় এবার শাস্তি হতে পারে ব্রাজিলের।

প্রথমে এই মারামারির কারণ জানা না গেলেও, ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবোর ধারাভাষ্যের বরাত দিয়ে জানিয়েছে, আর্জেন্টিনার জাতীয় সংগীত বাজার সময় ব্রাজিলের সমর্থকেরা দুয়ো দেয়ায় ঝামেলার শুরু হয়। পরে আর্জেন্টিনার খেলোয়াড়দের ড্রেসিংরুমে চলে যেতে বলা হয়। পুলিশ লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আধা ঘণ্টা পর ম্যাচ মাঠে গড়ায়। গ্লোবোর এক প্রতিবেদনে বলা হয়েছে, এবার এমন সংঘাতের ঘটনায় তদন্তে নামছে আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তদন্তে যদি ব্রাজিলিয়ান কনফেডারেশনের কোনো দায় প্রমাণিত হয় তাহলে শাস্তিমূলক ব্যবস্থাও নিতে পারে ফিফা।

শাস্তি হিসেবে ব্রাজিলকে আর্থিক জরিমানা করা হতে পারে বলে জানা গেছে আন্তর্জাতিক গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে। এছাড়াও বিশ্বকাপ বাছাইয়ে সেলেসাওদের পয়েন্ট কেটে নেয়া, দর্শকশূন্য স্টেডিয়ামে খেলার মত শাস্তির মুখেও পড়তে হতে পারে নেইমার-ভিনিসিয়ুসদের।

এদিকে সেদিনের এমন ঘটনায় লিওনেল মেসি বলেছিলেন, ‘নিশ্চিতভাবেই খুব খারাপ কাজ হলো। দর্শকদের কীভাবে পুলিশ পিটিয়েছে, সেটা আমরা দেখেছি। লিবার্তোদোরেসের এমন হয়েছিল, এখন আবারও পেটানো হলো। সেখানে গ্যালারিতে খেলোয়াড়দের পরিবারও ছিল। আর সবার আগে পরিবার। তখন খেলার চেয়ে ওই চিন্তাটাই আগে আসে, বাকি সব গুরুত্বহীন হয়ে পড়ে।’

নয়াশতাব্দী/আরজে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ