দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে আর্জেন্টিনার সঙ্গে ব্রাজিলের খেলা মাঠে গড়াল। মেসির বিশ্বকাপজয়ী দলের সঙ্গে নেইমারহীন ব্রাজিল অবশ্য কম ফেবারিট হয়েই মাঠে নামে। ব্রাজিল দলে ছিল একাধিক ইনজুরি। দলে ছিলেন না রিয়াল মাদ্রিদ স্টার ভিনিসিউস জুনিয়রও। তবে নিজেদের মাঠে খেলা থাকায় দর্শকদের সামনে অনেকটা ভালো খেলা উপহার দিবে সেটাই দেখার বিষয় ছিল।
টিভির পর্দায় দেখা যায়, মারাকানার মাঠে ব্রাজিল এবং আর্জেন্টিনার ম্যাচ শুরুর আগেই শিরোনাম হলো গ্যালারি আর দর্শকরা। গ্যালারিতে দুই পক্ষের হাতাহাতিতে ম্যাচ পিছিয়ে যায় অনেকটা। এমনকি তাতে যুক্ত হয় পুলিশও। দুই পক্ষের দর্শকদের সামাল দিতে লাঠিচার্জের আশ্রয়ও নিয়েছিলেন স্থানীয় পুলিশ। তবে সেই তিক্ততা ছড়িয়ে পড়েছিল মাঠেও।
নিজ দেশের সমর্থকদের উপর হামলার প্রতিবাদে মাঠ ছেড়ে যান আর্জেন্টিনার ফুটবলাররা। ঘটনার সূত্রপাত আর্জেন্টিনার জাতীয় সংগীত চলাকালে। আলবিসেলেস্তেদের জাতীয় সংগীত চলাকালে আচমকাই দুয়ো দিতে শুরু করেছিলেন ব্রাজিল সমর্থকরা। স্বাভাবিকভাবেই তা ভালোভাবে নেননি সে দেশের সমর্থকরা। শুরু হয় দুই পক্ষের মাঝে সংঘর্ষ। যার ফলে পুরো দল নিয়ে টানেলে ফিরে যান অধিনায়ক মেসিও। ম্যাচ শেষে ক্ষুব্ধ মেসি জানালেন নিজের প্রতিক্রিয়া।
বুধবারের ম্যাচ শেষে গণমাধ্যমের সামনে মেসি বলেন, 'আমরা দেখেছি পুলিশ কিভাবে মানুষের ওপর চড়াও হচ্ছিল। আমাদের পরিবারের বেশ কয়েকজন সদস্যও ওখানে ছিল। কোপা লিবার্তাদোরেসের ফাইনালেও একই কাজ করেছে তারা (ব্রাজিলের পুলিশ)। মাঠে খেলার চেয়ে সেসবেই তাদের মনোযোগ বেশি থাকীয় আমরা একটা পরিবার। পরিস্থিতি শান্ত করতেই আমরা ফের মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছিলাম।'
নয়াশতাব্দী/আরজে
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ