ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

‘দর্শকদের চুপ করিয়ে দিতে পারার চেয়ে তৃপ্তিদায়ক কিছু আর নেই’

প্রকাশনার সময়: ১৯ নভেম্বর ২০২৩, ২২:৫০

পুরো বিশ্বকাপে ব্যাট হাতে দুর্দান্ত খেললেও ফাইনালে হোঁচট খেয়েছে ভারত। স্বাগতিকদের মাটিতে ২০২৩ বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরলো অস্ট্রেলিয়া। ইতিহাসের সর্বোচ্চ ৬ষ্ঠ বিশ্বকাপ জিতলো অজিরা।

রোববার (১৯ নভেম্বর) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নির্ধারিত ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৪০ রান সংগ্রহ করে ভারতীয় ব্যাটাররা। স্বাগতিক ভারতের দেওয়া ২৪১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ট্রাভিস হেডের বিধ্বংসী শতকে ৪২ বল হাতে রেখে ৬ উইকেটের জয়ে ষষ্ঠবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া।

তবে বিশ্বকাপের ফাইনাল ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স বলেছিলেন, ফাইনালে দর্শক সমর্থন একতরফা থাকবে। বিশালসংখ্যক দর্শককে চুপ করিয়ে দিতে পারার চেয়ে তৃপ্তিদায়ক কিছু খেলাধুলায় আর নেই।

প্যাট কামিন্সের ভাষ্য, “আমরা জানি, গ্যালারি একদম ঠাসা থাকবে। ১ লাখ ৩০ হাজার দর্শক ভারতকেই সমর্থন করবেন। ব্যাপারটা দারুণ। তারা এ টুর্নামেন্টে অসাধারণ খেলছে, এখনো অপরাজিত। তবে আমরা জানি, নিজেদের সেরাটা দিতে পারলে আমরা ওদের ভালোই নাড়িয়ে দিতে পারব। গত কয়েক বছরে ওদের সঙ্গে আমরা নিয়মিতই খেলেছি এবং সাফল্য পেয়েছি। সব মিলিয়েই দারুণ একটি ফাইনালের আবহ গড়ে উঠছে।”

অস্ট্রেলিয়ান অধিনায়ক আরও বলেন, “আমার মনে হয়, এটাকে (দর্শকের চ্যালেঞ্জ) আলিঙ্গন করেই নিতে হবে। দর্শক সমর্থন অবশ্যই ভীষণরকমের একতরফা থাকবে। বিশালসংখ্যক দর্শককে চুপ করিয়ে দিতে পারার চেয়ে তৃপ্তিদায়ক কিছু খেলাধুলায় আর নেই। আগামীকাল (রোববার, ১৯ নভেম্বর) এটিই আমাদের লক্ষ্য।”

প্যাট কামিন্স বলেন, “এ চ্যালেঞ্জের সবটুকু, ফাইনালের সব অংশই আসলে আলিঙ্গন করেই নিতে হবে। জানি, ফাইনাল ঘিরে অনেক কোলাহল থাকবে, লোকের অনেক কৌতূহল। তবে আমাদের কোনোভাবেই তাতে ভেসে গেলে চলবে না। মুখোমুখি দাঁড়াতে হবে, (চ্যালেঞ্জ) ভালোবাসতে হবে এবং এটা মনে রাখতে হবে, যা কিছুই হোক, সব ঠিক আছে। কিন্তু দিনটা আমাদের শেষ করতে হবে কোনো আক্ষেপ না রেখে।”

অস্ট্রেলিয়ান অধিনায়ক বলেন, “আমরা ভারতে প্রচুর ম্যাচ খেলেছি। দর্শকের গর্জন তাই নতুন কিছু নয়। হ্যাঁ, এবারের মাত্রা হয়তো আগের যেকোনোবারের চেয়ে বেশি থাকবে। তবে এটা আমাদের জন্য একেবারে অজানা নয়।”

নয়া শতাব্দী/এমবি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ