ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

ভারতকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া 

প্রকাশনার সময়: ১৯ নভেম্বর ২০২৩, ২১:৫৪ | আপডেট: ১৯ নভেম্বর ২০২৩, ২২:১৬
ছবি- সংগৃহীত

পুরো বিশ্বকাপে ব্যাট হাতে দুর্দান্ত খেললেও ফাইনালে এসে হোঁচট খেলো ভারত। স্বাগতিকদের মাটিতে ২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরলো অস্ট্রেলিয়া। ইতিহাসের সর্বোচ্চ ৬ষ্ঠ বিশ্বকাপ জিতলো অজিরা।

রোববার (১৯ নভেম্বর) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালে টসে জিতে বোলিং বেছে নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। এদিন নির্ধারিত ৫০ ওভার শেষে সবকটি উইকেট হারিয়ে ২৪০ রান রান সংগ্রহ করতে পারে ভারতীয় ব্যাটাররা। এর ফলে রেকর্ড ষষ্ঠ শিরোপা জিততে অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্য ২৪১ রান।

স্বাগতিক ভারতের দেওয়া ২৪১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ট্রাভিস হেডের বিধ্বংসী শতকে ৪২ বল হাতে রেখে ৬ উইকেটের জয়ে ষষ্ঠবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া : ৪৩ ওভারে ২৪১/৪।

(লাবুশেন ৫৮*, ম্যাক্সওয়েল ২*, হেড ১৩৭, স্মিথ ৪, মার্শ ১৫, ওয়ার্নার ৭)

ভারত : ৫০ ওভারে ২৪০/১০।

(সিরাজ ৯*, কুলদীপ ১০, বুমরা ১, সূর্যকুমার ১৮, শামি ৬, রাহুল ৬৬, জাদেজা ৯, গিল ৪; রোহিত ৪৭, আইয়ার ৪, কোহলি ৫৪)

ফল : অস্ট্রেলিয়া ৬ উইকেটে জয়ী।

নয়া শতাব্দী/এমবি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ