পুরো বিশ্বকাপে ব্যাট হাতে দুর্দান্ত খেললেও ফাইনালে এসে হোঁচট খেতে হলো ভারতকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে অল্প রানেই অলআউট হয়েছে বিরাট কোহলির দল ভরত। দুর্দান্ত বোলিংয়ে স্বাগতিকদের তারা ২৪০ রানেই আটকে দিয়েছে।
রোববার (১৯ নভেম্বর) বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হয়েছে ভারত-অস্ট্রেলিয়া। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টসে জিতে বোলিং বেছে নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স।
এদিন নির্ধারিত ৫০ ওভার শেষে সবকটি উইকেট হারিয়ে ২৪০ রান রান সংগ্রহ করতে পারে ভারতীয় ব্যাটাররা। এর ফলে রেকর্ড ষষ্ঠ শিরোপা জিততে অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্য ২৪১ রান।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত ৫০ ওভারে ২৪০/১০।
(কুলদীপ ১০*, সূর্যকুমার ৮*, বুমরা ১, সূর্যকুমার ১৮, শামি ৬, রাহুল ৬৬, জাদেজা ৯, গিল ৪; রোহিত ৪৭, আইয়ার ৪, কোহলি ৫৪)।বিশ্বকাপের ফাইনালে দুই দলই অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে ভারত ও অস্ট্রেলিয়া।
ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ।
অস্ট্রেলিয়া একাদশ: ট্রাভিস হেড, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, জস ইংলিস (উইকেটকিপার), মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড।
নয়া শতাব্দী/এমবি
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ