বিশ্বকাপ ক্রিকেট শেষ হওয়ার ঠিক দুইদিন পরেই বৈঠকে বসছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। মঙ্গলবার একাধিক ইস্যু নিয়ে বৈঠক করবে তারা। যেখানে লস এঞ্জেলস অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তি, ২০২৪-২৭ চক্রের লভ্যাংশ বিতরণসহ অনেক ইস্যুই প্রাধান্য পাবে। তবে এই বৈঠক থেকে শ্রীলঙ্কা এবং ওয়ানডে ক্রিকেট নিয়ে বড় কোন সিদ্ধান্ত আসার সম্ভাবনাই বেশি।
জানা যায়, মঙ্গলবারের ওই বৈঠকের উপরেই নাকি নির্ভর করছে শ্রীলঙ্কার নিষেধাজ্ঞা এবং ওয়ানডে ক্রিকেটের অস্তিত্ব। ক্রিকেট বোর্ডের উপর সরকারের হস্তক্ষেপের কারণে নিষেধাজ্ঞার কবলে পড়েছে লঙ্কান ক্রিকেট। অন্যদিকে বিশ্বকাপের আগে থেকেই ওয়ানডে ক্রিকেট কমিয়ে আনার ব্যাপারে ব্যাপক আলোচনা চলছিল।
ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে। গত সপ্তাহে এসএলসির স্থগিতাদেশ আইসিসির এবারের বোর্ড সভায় প্রাধান্য পাবে। স্থগিতাদেশের সম্ভাব্য শর্তের পাশাপাশি আগামীবছর পুরুষদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আয়োজক হিসেবে শ্রীলঙ্কার নাম থাকবে কিনা তা নিয়েও আলোচনা হবে।
এছাড়া প্রাধান্য পাবে ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যত নিয়ে। সম্প্রতি বাতিল হওয়া ১৩ দলের ওডিআই সুপার লিগ শুরুর জন্য অন্তত দুটি বোর্ড আলোচনা করবে। তবে ২০২৭ বিশ্বকাপের জন্য ১৪ দলের ফরম্যাট আগেই চূড়ান্ত হয়ে আছে। সেক্ষেত্রে ২০২৮ সাল থেকেই শুরু হবে নতুন ওয়ানডে সুপার লিগ।
নয়াশতাব্দী/আরজে
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ