ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬

রাতে মাঠে নামছে পর্তুগাল ও স্পেন

প্রকাশনার সময়: ১৬ নভেম্বর ২০২৩, ২০:২১ | আপডেট: ১৬ নভেম্বর ২০২৩, ২২:৫০
ছবি : সংগৃহীত

ইউরোর বাছাইয়ে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাতে মাঠে নামবে পর্তুগাল।

বাংলাদেশ সময় রাত পৌনে ২টায় এ ম্যাচে তাদের প্রতিপক্ষ লিখটেনস্টেইন। অন্যদিকে আরেক ম্যাচে মাঠে নামবে ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। রাত ১১টায় তাদের প্রতিপক্ষ সাইপ্রাস।

গেল মাসে ইউরো বাছাইয়ে বসনিয়া হার্জেগোভিনার বিপক্ষে ৫-০ ব্যবধানে বড় জয় পেয়েছিল পর্তুগিজরা। তাই টানা জয়ে অপ্রতিরোধ্য সেলেকাওরা। ‘জে’ গ্রুপে ৮ ম্যাচের সবকটিতেই জিতেছে পর্তুগাল। ২৪ পয়েন্টে টেবিলে রাজত্ব করছে তারা। অন্যদিকে ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে স্লোভাকিয়া।

এদিকে স্পেনও দারুণ ফর্মে আছে। গ্রুপ ‘এ’ থেকে ৬ ম্যাচের পাঁচটিতেই জয় তারা। ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। অন্যদিকে প্রতিপক্ষ সাইপ্রাসের অবস্থা খুব বাজে। এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে সবগুলোতেই হেরেছে তারা।

নয়াশতাব্দী/এফআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ