শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

প্রোটিয়াদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান

প্রকাশনার সময়: ১০ নভেম্বর ২০২৩, ১৪:১৩ | আপডেট: ১০ নভেম্বর ২০২৩, ১৪:২৬

সেমিফাইনালের টিকিট নিশ্চিতের জন্য প্রায় অসম্ভব এক সমীকরণ নিয়ে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে আফগানিস্তান। এমন এক ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে আফগান অধিনায়ক।

শুক্রবার (১০ নভেম্বর) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম আফগান ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপে শতক পেয়েছিলেন ইব্রাহিম জাদরান। এবারের বিশ্বকাপে আফগান ব্যাটিং লাইনআপ তর্কাতীতভাবেই অন্যতম সেরা। তবে আজ প্রোটিয়াদের বিপক্ষে তারা কেমন পারফর্ম করে সেটাই দেখার বিষয়। আর সেমিফাইনালে যেতে হলে প্রায় অসম্ভব এক রেকর্ড গোড়েই হারাতে হবে দক্ষিণ আফ্রিকাকে।

এদিকে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করা প্রোটিয়ারা চাইবে টেবিলে তাদের দ্বিতীয় অবস্থানটা ধর রাখতে। ফলে আফগানিস্তানকে হারালেই তা সম্ভব হবে। নিজের শেষ বিশ্বকাপ খেলতে নামা কুইন্টন ডি কক এখন পর্যন্ত আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক। মার্কাম, ক্লাসেনরা আরও নির্দয়।

এ পর্যন্ত ওয়ানডেতে দু'দল মুখোমুখি হয়েছে একবারই। কার্ডিফের সোফিয়া গার্ডেনে ২০১৯ সালের সেই ম্যাচে ৯ উইকেটে জয় পেয়েছিলো দক্ষিণ আফ্রিকা।

আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), মোহাম্মদ নবি, রশিদ খান, মুজিব-উর রহমান, নুর আহমদ, নাভিন-উল হক।

দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ফন ডার ডুসেন, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, অ্যান্ডিল ফেহলাকওয়াইও, জেরাল্ড কোয়েতজি, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ