ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নারী বিপিএল শুধুমাত্র আলোচনাতেই সীমাবদ্ধ

প্রকাশনার সময়: ০৯ নভেম্বর ২০২৩, ১১:০৯

প্রায় এক দশক ধরেই বাংলাদেশে ছেলেদের ক্রিকেটে ফ্র্যাঞ্চাইজি লিগ সচল রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই লিগে পারফর্ম করে একাধিক ক্রিকেটার জাতীয় দলে জায়গা করে নিয়েছেন। ফলে বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) এখনও পর্যন্ত সফলই বলতে হবে। বিশেষ করে তরুণ ক্রিকেটারদের উঠিয়ে আনার ক্ষেত্রে এখন পর্যন্ত বিপিএলকে কৃতিত্ব দিতেই হয়।

চলতি বছরের জুলাইয়ে অবশ্য নারী বিপিএল শুরুর গুঞ্জন উঠেছিল। ভারত নারী দলের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর নারী বিপিএল চালুর সিদ্ধান্তের কথা জানিয়েছিল বিসিবি। ২০২৪ সালে মাঠে গড়ানোর কথাও জানিয়েছিলেন নারী দলের চেয়ারম্যান। বিদেশি ক্রিকেটারদের অংশ গ্রহণ থাকবে বলেও নিশ্চিত করেছিলেন শফিউল আলম চৌধুরি নাদেল। তবে সেই সিদ্ধান্তের অগ্রগতি কত দূর হলো জানা গেল সেটি এবার।

জুলাই মাস শেষ হওয়ার পর কেটে গেছে আরো ৫ মাস, চলছে নভেম্বর। কতদূর এগোলো সেই নারী বিপিএল টুর্নামেন্ট। সেই বিষয়ে জানতে চাইলে আজ বৃহস্পতিবার নারী দলের চেয়ারম্যান নাদেল বলেন, 'এটা একদম চিন্তা ভাবনার পর্যায়ে। এখনো আমাদের চিন্তাতে আছে শুধু। আমরা হয়তো আগামী বছরের জানুয়ারি ফেব্রুয়ারীতে দেখব সম্ভাবনা কতটুকু। কারণ ফ্র্যাঞ্চাইজিদের আগ্রহ কতটা এটা আগে দেখতে হবে।'

নাদেলের কথাতেই স্পষ্ট যে নারী বিপিএল মাঠে গড়ানো এখনো আলোচনাতেই সীমাবদ্ধ। তিনি জানালেন সবকিছু ঠিক করেই কেবল অনুষ্ঠিত হতে পারে এই লিগ, 'আমরা আগেই চেষ্টা করব দলের ফ্র্যাঞ্চাইজি ঠিক করতে। ঐই ধরণের কেউ যদি থাকে আগে ঠিক করতে। কারণ আমরা সবকিছু করে আগাইলাম তখন ফ্র্যাঞ্চাইজি পাওয়া গেল না তখন তো একদম ফাঁকা আওয়াজ হয়ে যাবে যে করতে পারলাম না। এ কারণে এই মুহূর্ত থেকে একদম খোলাখুলি জানালাম আপনাকে।'

নয়াশতাব্দী/আরজে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ