নিজেদের ঘরের মাঠে খেলা। শুরু থেকে রায়ো ভায়েকানোর ওপর আধিপত্য বিস্তার করে খেলেছে রিয়াল মাদ্রিদ। প্রচুর চাপ তৈরি করে একে একে ২২ শটও নিয়েছিল তারা। লক্ষ্যে ছিল পাঁচটি। তারপরও জিততে পারলো না কার্লো আনচেলত্তির শিষ্যরা। অসংখ্য সুযোগ নষ্টের খেসারত দিয়ে গোলশূন্য ড্র করেছে রিয়াল। এই মৌসুমে প্রথমবার গোল করতে পারলো না রিয়াল মাদ্রিদ।
তাতে আনচেলত্তির দল ১২ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে। শীর্ষে থাকা জিরোনার (৩১) চেয়ে ২ পয়েন্ট পেছনে মাদ্রিদ ক্লাব। তবে রিয়ালের কোচ বলছেন, গোল করতে না পারা নিয়ে আমি চিন্তিত নই। আমরা অনেক ভাবে চেষ্টা করেছি, কাজ করেনি। এটা হতে পারে। খেলোয়াড়দের দৃষ্টিভঙ্গি ভালো ছিল, অনেক সুযোগ তৈরি হয়েছিল। আমরা এই ফলে কষ্ট পেয়েছি, কিন্তু আমার মতে ম্যাচটা ভালো হয়েছে।
রায়ো রক্ষণভাগে নিজেদের সেরাটা দিয়ে রিয়ালকে রুখে দিয়েছে। তাদের গোলকিপার স্টোলে দিমিত্রিয়েভস্কি প্রথমার্ধে ফেডেরিকো ভালভার্দে ও জোসেলুকে ঠেকান। ৬৬তম মিনিটে রিয়ালকে লিড এনে দেন ভিনিসিয়ুস জুনিয়র। কিন্তু তার গোল অফসাইডে বাতিল হয়।
নয়াশতাব্দী/একে
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ