ওয়ানডে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। শুক্রবার (১৩ অক্টোবর) এমএ চিদাম্বরম স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন কিউই অধিনায়ক কেইন উইলিয়ামসন।
ম্যাচের শুরুতে ব্যাট করতে মাঠে নামে তানজিদ হাসান তামিম ও লিটন দাস। তবে ম্যাচের প্রথম ওভারে ট্রেন্ট বোল্টের প্রথম বলে বাউন্ডারি খেলতে গিয়ে সাজঘরে ফিরতে হলো লিটন দাসকে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ ওভার ২ বলে ১ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩০ রান।
বাংলাদেশের একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
নয়াশতাব্দী/এমটি
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ