ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

সাকিবের ইনজুরি নিয়ে হাস্যরস, মাশরাফির ক্ষোভ

প্রকাশনার সময়: ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪২

এবারের ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে সাকিবকে ছাড়াই জিতেছে বাংলাদেশ। তবে এরআগেই ইনজুরিতে পড়েন সাকিব।

তবে এদিন সাকিবের ইনজুরির খবরে নেতিবাচক প্রতিক্রিয়াই বেশি দেখা গিয়েছিল সামজিক যোগাযোগমাধ্যমে। পূর্ণ ফিট স্কোয়াড চাইতে তামিমকে ছাড়াই বিশ্বকাপে গিয়েছে বাংলাদেশ। এবার সেই একই অজুহাতে সাকিবকে নিয়েও হচ্ছে আলোচনা।

তবে এমন আলোচনায় বেশ বিরক্তিই প্রকাশ করেছেন সাবেক টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। সাকিবের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি। একইসঙ্গে তাকে নিয়ে এমন নেতিবাচক আলোচনারও সমালোচনা করেছেন তিনি।

নিজের ফেসবুকে মাশরাফি লিখেছেন, সাকিবের ইনজুরি ছিল, তাই আজ খেলতে পারেনি। দোয়া করি, সে দ্রুত সুস্থ হয়ে উঠুক। কিন্তু অনেকেই দেখলাম লিখছে বা বলছে, তার যেহেতু ইনজুরি, তাহলে কী সে খেলবে নাকি বসে থাকবে! আবার অনেকে লিখছেন, তার যেহেতু ইনজুরি, তাহলে দল থেকে বের করে দেওয়া উচিত....

এটা কি কোনো কথা হলো? এ কী অসুস্থতা...! এ কোন প্রজন্মকে দেখছি আমরা, কোন চিন্তা নিয়ে তারা বড় হচ্ছে? মনে এত হিংসার চাষ করে তারা নিজেদের জীবনেই বা কী অর্জন করবে...!’

ক্রিকেট দলগত খেলার বিষয়টি উল্লেখ করে মাশরাফি লিখেছেন, ‘এটা কি কোনো একজনের দল নাকি আমাদের দেশের দল? শুধু সাকিব নয়, ওরা সবাই আমাদের দেশের প্রতিনিধি। আমাদের বিশ্বকাপ স্বপ্নের ধারক ওরা। কারও প্রিয় ক্রিকেটার থাকবে না, কারও প্রিয় ক্রিকেটার হয়তো প্রত্যাশামতো পারফর্ম করবে না। কিন্তু দলটা তো আমাদের সবার। এটাই মনে রাখা উচিত...

বিশ্বকাপে দলের পাশে থাকা আর ওদেরকে বিশ্বাস জোগানো এখন সবচেয়ে জরুরি।’

নয়াশতাব্দী/জেডএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ