ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬

এখনও যে আক্ষেপ রয়ে গেছে মেসির

প্রকাশনার সময়: ২২ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৫৫ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৩, ১৫:০৯
ফাইল ছবি

ফুটবল ক্যারিয়ারে সবকিছুই জিতেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। ক্লাবের হয়ে সর্বজয়ী এই ফুটবলারের সবশেষ চাওয়া ছিল বিশ্বকাপ। দীর্ঘ ৩৬ বছর পর কাতারে ধরা দিয়েছে সোনালী ট্রফি। এবার বুঝি মেসির সব চাওয়া পূর্ণ হলো। কিন্তু মেসি জানালেন, এখনো একটা আক্ষেপ রয়ে গেছে।

ইএসপিএনের সাংবাদিক মিগু গ্রানাদোসেকে একটি সাক্ষাৎকার দিয়েছেন মেসি। সেটার বরাত দিয়ে আর্জেন্টিনার খেলাধুলা বিষয়ক গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, বিশ্বকাপ জয়ের পর মেসি প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) থেকে কোনো সংবর্ধনা পাননি। এই আক্ষেপটা এখনো রয়ে গেছে।

আর্জেন্টিনা বিশ্বকাপ জেতার পর দলের ২৫ জনের দলের সবাই নিজ নিজ ক্লাবে ফিরে ব্যাপকভাবে সম্মানিত হলেও পিএসজিতে মেসি তা পাননি। তবে ফরাসি ক্লাবটি কেন তার অর্জনে যথাযথ স্বীকৃতি দেয়নি, সেটিও তিনি বুঝতে পেরেছেন। তাই এ নিয়ে আর বেশি কিছু বলতে চান না মেসি।

সাক্ষাৎকারে মেসি বলেন, ‘২৫ জনের মধ্যে আমিই একমাত্র খেলোয়াড়, যে ক্লাবের (পিএসজি) পক্ষ থেকে স্বীকৃতি পাইনি। ব্যাপারটা একদমই স্বাভাবিক। কারণ, আমাদের (আর্জেন্টিনা) কারণেই ওরা (ফ্রান্স) বিশ্বকাপ ধরে রাখতে পারেনি।’

তবুও পিএসজিতে থাকতে চেয়েছিলেন মেসি। কিন্তু সব মিলিয়ে পরিস্থিতি তার পক্ষে ছিল না জানিয়ে ইন্টার মায়ামি তারকা বলেন, ‘এরকমই হয়েছে। আমি যা আশা করেছিলাম, সেটা হয়নি। যেকোনো কিছু কোনো কারণেই ঘটে থাকে। আমি সেখানে ভালো ছিলাম না, কারণ আমি তখন বিশ্বচ্যাম্পিয়ন।’

নিজের খুশি মতো থাকার জন্যই যুক্তরাষ্ট্রে এসেছেন জানিয়ে ৩৬ বছর বয়সী এই ফরোয়ার্ড আরও বলেন, ‘আমি যা করি, সেটা আমি ভালোবাসি। আমি খেলতে আনন্দ পাই। এ কারণেই অন্য কোথাও না গিয়ে মায়ামিতে এসেছি। এখন অভিজ্ঞতাটা ভিন্নভাবে হচ্ছে।’

অবসরের পর কি করবেন? এমন প্রশ্নের জবাবে মেসি বলেন, ‘এটা আমি জানি না। আমি ফুটবলের সঙ্গে সম্পর্কিত সবকিছু পছন্দ করি। বাচ্চাদের সঙ্গে থাকতে পছন্দ করি, পড়াতে পছন্দ করি। আমি একজন ক্রীড়া পরিচালক হতেও পছন্দ করি। কিন্তু আমি ঠিক জানি না আমি কোথায় যাবো।’

নয়াশতাব্দী/এমটি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ