ঢাকা, বুধবার, ১ জানুয়ারি ২০২৫, ১৭ পৌষ ১৪৩১, ২৯ জমাদিউস সানি ১৪৪৬

গোল পাননি নেইমার, জেতেনি আল হিলাল

প্রকাশনার সময়: ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০৪
ছবি- সংগৃহীত

মাত্র ৩১ বছর বয়সে ইউরোপ ছেড়ে সৌদিতে পাড়ি জমিয়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। তবে আল হিলালের জার্সি গায়ে জড়িয়ে তিন ম্যাচ খেলে ফেললেও জালের দেখা পাননি তিনি।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সৌদি প্রো লিগে দামাকের বিপক্ষে এগিয়ে থেকেও ১-১ গোল সমতা নিয়ে মাঠ ছেড়েছে নেইমারের আল হিলাল।

ইউরোপ ছেড়ে সৌদিতে পাড়ি জমানোর পর দ্যুতি ছড়াচ্ছেন ফুটবল বিশ্বের অন্যতম দুই সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও করিম বেনজেমা। রোনালদো প্রথম ম্যাচে গোলের দেখা না পেলেও আল নাসরের জার্সি গায়ে দ্বিতীয় ম্যাচে জালের দেখা পেয়েছিলেন। আর বেনজেমা আল ইত্তিহাদের জার্সি গায়ে জড়িয়ে অভিষেকেই গোলের দেখা পেয়েছিলেন। কিন্তু তিন ম্যাচ খেলেও এখনো আল হিলালের হয়ে গোলের দেখা পেলেন না নেইমার।

ব্রাজিলিয়ান তারকা আল হিলালের হয়ে অভিষেক ম্যাচ খেলেন গত ১৬ সেপ্টেম্বর। সে ম্যাচে গোলের দেখা না পেলেও একটি অ্যাসিস্ট করেছিলেন তিনি। আল রিয়াদকে ৬-১ গোলে হারিয়েছিল দল। হিলালের হয়ে নেইমার দ্বিতীয় ম্যাচ খেলেন গত ১৯ সেপ্টেম্বর এএফসি চ্যাম্পিয়ন্স লিগে। সে ম্যাচেও জালের দেখা পাননি ব্রাজিলিয়ান তারকা। নভবাহরের বিপক্ষে ১-১ গোলের সমতায় নিয়ে মাঠ ছাড়তে হয় তার দলকে। আর তৃতীয় ম্যাচে ফের সৌদি প্রো লিগে খেলেছেন দামাকের বিপক্ষে। লিগের অপেক্ষাকৃত দুর্বল দল হলেও নিজেকে রাঙাতে পারেননি নেইমার।

পুরো ম্যাচে ৫৬ শতাংশ সময় বল দখলে রেখে ১০টি শট নেয় হিলাল। যার মাত্র ২টি ছিল গোলমুখে। তবে কোনো অন টার্গেট শট নিতে পারেননি নেইমার। অবশ্য আরেক ব্রাজিলিয়ান সতীর্থ ম্যালকমের দারুণ শটে ম্যাচের ৯ মিনিটেই লিড পেয়েছিল হিলাল। কিন্তু সে লিড তারা শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি। ৬৮ মিনিটে দামাককে সমতায় ফেরান নিকোলা স্ট্যানসিও। ১-১ গোলের ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয় হিলালকে।

তাতে পয়েন্ট খুইয়ে ৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে নেমে গেছে নেইমাররা। অন্য ম্যাচে আল ফাতেহকে ২-১ গোলে হারিয়ে ৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে পৌঁছে গেছে বেনজেমার ইত্তিহাদ।

নয়াশতাব্দী/এমটি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ