প্রথম দুই ওভারে কোনো রানই দেননি নাসুম আহমেদ। কয়েকবার আউট হতে হতেও হননি কিউই ব্যাটাররা। খেলতেই কষ্ট হচ্ছিল। কিন্তু উইকেটের দেখা পাচ্ছিলেন না এই বাঁহাতি স্পিনার।
অবশেষে সপ্তম ওভারে পেলেন উইকেটের দেখা। ফিফটি করা উইল ইংয়কে ফেরান স্ট্যাম্পিংয়ের শিকার বানিয়ে। ৯১ বলে ৫৮ রান করেন ইয়ং। ১ বল পরেই নতুন ব্যাটার রাচিন রবীন্দ্রকে ফেরান শূন্য রানে। সুইপ করতে গিয়ে ব্যাটে লাগাতে পারেননি রাচিন, বল লাগে পায়ে। আম্পায়ার আউট না দিলেও নিশ্চিত ছিলেন নাসুম। রিভিউ নিলে দেখা যায় স্পষ্ট আউট। দ্বিতীয় স্পেলের তৃতীয় ওভারে মাত্র ১ রান দিয়ে নেন ২ উইকেট।
এর আগে প্রথম স্পেলে ৪ ওভারে ১৩ রান দিয়ে নাসুম উইকেট শূন্য ছিলেন।
নয়াশতাব্দী/এমটি
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ