ঢাকা, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১, ১০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারতকে হারিয়ে বদলে গেল বাংলাদেশের র‌্যাঙ্কিং

প্রকাশনার সময়: ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫৭

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান ভারত অধিনায়ক রোহিত শর্মা। ব্যাট করতে নেমে সাকিব আল হাসান ও তাওহিদ হৃদয়ের ফিফটিতে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৬৫ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ৪৯.৫ ওভারে সব উইকেট হারিয়ে ২৫৯ রানেই গুটিয়ে যায় ভারত। ফলে ৬ রানের জয় নিয়ে এশিয়া কাপের মিশন শেষ করল সাকিব বাহিনী।

এই জয়ের ফলে র‌্যাঙ্কিংয়ে আগের অবস্থান পুনরুদ্ধার করলো বাংলাদেশ। ৯৪ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ এখন অবস্থান করেছে র‌্যাঙ্কিংয়ের সাত নম্বরে। এর আগে বাংলাদেশকে টপকে ৯৩ রেটিং পয়েন্ট নিয়ে সাত নস্বরে অবস্থান করা শ্রীলঙ্কা নেমে গেছে র‌্যাঙ্কিংয়ের আট নম্বরে।

র‌্যাঙ্কিংয়ের ১০ নম্বর স্থানে রয়েছে বিশ্বকাপে খেলার সুযোগ না পাওয়া ওয়েস্ট ইন্ডিজ। তাদের রেটিং পয়েন্ট ৬৮। আর ৮০ রেটিং পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের উপরে র‌্যাঙ্কিংয়ের ৯ নম্বরে অবস্থান করছে আফগানিস্তান।

১১৫ রেটিং পয়েন্ট নিয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে অবস্থান করছে। বাংলাদেশের কাছে হেরে নিজেরে অবস্থান থেকে একধাপ নিচে নেমে র‌্যাঙ্কিংয়ের তিনে অবস্থান করছে ভারত। তাদের রেটিং পয়েন্ট ১১৪। ফাইনালে খেলতে না পারা পাকিস্তান একধাপ এগিয়ে র‌্যাঙ্কিংয়ের দুইয়ে অবস্থান করছে। অস্ট্রেলিয়ার মতো তাদের রান রেটিং পয়েন্ট ১১৫ হলেও রান রেটে পিছিয়ে থাকায় দুইয়ে অবস্থান করছে তারা।

র‌্যাঙ্কিংয়ের চারে অবস্থান করছে ইংল্যান্ড। তাদের রেটিং পয়েন্ট ১০৫। ১০৪ রেটিং পয়েন্ট নিয়ে র‌্যাঙ্কিংয়ের পাঁচে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা। আর ১০০ রেটিং পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ড রয়েছে র‌্যাঙ্কিংয়ের ছয় নস্বরে।

নয়াশতাব্দী/জেডএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ