এশিয়া কাপে নিজেদের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে পাঁচ পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ দল। একাদশে ফিরেছেন এনামুল হক বিজয়, তানজিদ হাসান তামিম, শেখ মেহেদি, মুস্তাফিজুর রহমান। এছাড়া অভিষেক হয়েছে তানজিম হাসান সাকিবের।
জ্বর থেকে দলে ফিরে তিন ম্যাচ খেলেছেন লিটন দাস। কিন্তু আগের দুই ম্যাচের মতো আজও ব্যর্থ হয়েছেন তিনি। শামির ইন সুইংয়ে বোকা বনে বোল্ড হয়েছেন এই ওপেনার। খুলতে পারেননি রানের খাতাও। ফলে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি।
এদিন শুরুটা ভালোই করেছিলেন তানজিদ তামিম। শার্দুল ঠাকুরের পরপর দুই বলে দারুণ দুটি চেক শটে কাভার ও মিড অফের মাঝ দিয়ে দুটি ৪ মেরেছিলেন তিনি। কিন্তু পরের ওভারে বোল্ড তামিম। ক্রস সিম ডেলিভারি ছিল। পুল শটে ইনসাইড-এজে বোল্ড হয়েছেন তামিম। সাজঘরে ফেরার আগে ১২ বলে ১৩ রান করেছেন তিনি।
এছাড়া দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন এনামুল হক বিজয়। কিন্তু সেই সুযোগও কাজে লাগাতে পারলেন না তিনি। দ্রুত দুই উইকেট হারিয়ে দল যখন ধুঁকছে তখন দলের বিপদ আরও বাড়িয়েছেন এই টপ অর্ডার ব্যাটার। ১১ বলে ৪ রান করে আউট হয়েছেন তিনি।
নয়া শতাব্দী/এমবি/আরআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ