এশিয়া কাপে সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে নেমেছে ভারত। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে পাওয়ার প্লের অষ্টম ওভারে ভারত অধিনায়ক রোহিত শর্মা ১০ হাজার রানের এলিট ক্লাবে ঢুকেছেন। কাসুন রাজিথার বলে বিশাল ছক্কা হাঁকিয়ে ডানহাতি ব্যাটার মাইলফলকে নাম লেখান।
৩৬ বর্ষী রোহিত ১৫তম ওয়ানডে ক্রিকেটার হিসেবে ১০ হাজারি রানের ক্লাবে ঢুকলেন। দ্রুততম ১০ হাজার রান তোলার তালিকায় তার অবস্থান দ্বিতীয়। শীর্ষস্থানটি বিরাট কোহলির।
দশ হাজার রান করার পর ওয়ানডে ক্যারিয়ারের ৫১তম ফিফটি তুলে নিয়েছেন রোহিত। ফিফটি আসে ৪৪ বলে।
নয়াশতাব্দী/এমটি
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ