ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

যে কারণে মুশফিকের সঙ্গে ঢাকায় সাকিবও

প্রকাশনার সময়: ১০ সেপ্টেম্বর ২০২৩, ১৩:০১ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৩, ১৩:০৪

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ শেষেই পারিবারিক কারণে দেশে ফেরার কথা উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিমের। তবে মুশফিকের সঙ্গে সাকিব আল হাসানও ঢাকায় ফিরেছেন।

নিজের দ্বিতীয় সন্তানের আগমনের অপেক্ষায় রয়েছেন মুশফিকুর। মূলত স্ত্রীর পাশে থাকতেই ঢাকায় ফিরেছেন মুশি।

এদিকে মুশফিকের সঙ্গে ওয়ানডে কাপ্তান সাকিব আল হাসানও ঢাকায় ফিরেছেন। তবে সাকিবের ঢাকায় ফেরার কারণ এখনও অজানা। তবে এশিয়া কাপে সুপার ফোরে ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ আগামী ১৫ সেপ্টেম্বর। সেই হিসেবে এর আগে কমপক্ষে চারদিন সময় রয়েছে।

ধারণা করা হচ্ছে, এই সময়ে ঢাকায় সাকিবের কোনো কাজ রয়েছে, যে কারণে ঢাকায় ফিরেছেন ওয়ানডে অধিনায়ক।

জানা গেছে, আগামী ১৩ সেপ্টেম্বর সাকিব-মুশফিকের দুজনেরই শ্রীলঙ্কায় দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে। এরপর ভারতের বিপক্ষে এশিয়া কাপের সুপার ফোরে নিয়মরক্ষার ম্যাচে খেলবেন বাংলাদেশ।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ