ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

পিএসজিতে আমি আর মেসি নরকে ছিলাম : নেইমার 

প্রকাশনার সময়: ০৪ সেপ্টেম্বর ২০২৩, ২২:০৮

মৌসুমের শেষেই পিএসজিকে বিদায় বলেছেন লিওনেল মেসি। তিনি যোগ দেন ইন্টার মায়ামিতে। তারপর আগস্টের মাঝামাঝি ক্লাব ছাড়েন নেইমারও। ব্রাজিলিয়ান তারকা নতুন গন্তব্য গড়েন সৌদি আরবের ক্লাব আল হিলালে। যদিও চোটের কারণে এখনও তার মাঠে নামা হয়নি। এক সাক্ষাৎকারে বলেছেন, মেসি আর তিনি নাকি প্যারিস সেইন্ট জার্মেইতে নরকে বন্দী ছিলেন।

পুনর্বাসন প্রক্রিয়ায় থাকা নেইমার সম্প্রতি কথা বলেছেন ব্রাজিলিয়ান গণমাধ্যম গ্লোবোর ‘এসকোর্ট এসপেটাকুলার’-এর সঙ্গে। সেখানে কেন ইউরোপ ছেড়ে সৌদিতে, কেনইবা চুক্তি থাকতেও পিএসজি ছাড়লেন তিনি! এসব কিছু নিয়ে কথা বলেছেন।

পিএসজি নিয়ে কথা উঠতেই তিনি বলেছেন, ‘আমি আর মেসি সেখানে নরকে বাস করছিলাম। মেসি যে বছর বিশ্বকাপ জিতল সেই বছর সে আর আমি একই দলে। যা ভেবে আমি ভীষণ আনন্দিত। কিন্তু একইসঙ্গে দুঃখ, কারণ আর্জেন্টিনা দলে তাকে যে হাসিখুশি দেখা যেত প্যারিসে ঠিক ততটাই পারিপাশ্বিক নানা চাপে দিন কাটাতে হত। ওই জায়গা নরকের চেয়ে কম কিছু নয়। আমরা দুজনেই সেই নরক বাস থেকে মুক্তি পেয়েছি।’

নেইমার যোগ করেন, ‘আমরা পিএসজির হয়ে ইতিহাস রচনা করতে চেয়েছিলাম। চেয়েছিলাম চ্যাম্পিয়নস লিগ জিততে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা সফল হইনি।’

মেসির পিএসজি ছাড়ার বিষয়ে নেইমার বলেছেন, ‘মেসিকে যেভাবে পিএসজি বিদায় দিয়েছে, সেটা তার প্রতি অসম্মানের। কারণ মেসি সবাইকে নিয়ে খেলেন, খেলতে হয় কিভাবে সেটা সেখান। তারপর মাঠে সবাইকে নিয়ে লড়াই করেন। দল যদি হেরে যায়, তবে তাকে সবাই পাশে পায়। কিন্তু ক্লাব তার পাশে কখনও সেভাবে থাকত না। আমি খুব খুশি যে সে বিশ্বকাপ জিতেছে। তার ক্যারিয়ারের শেষে এটা না থাকলে বেমানানই হত বলে আমি মনে করি।’

নয়াশতাব্দী/এমটি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ