ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয় দলের আরেক ক্রিকেটারের অবসর

প্রকাশনার সময়: ০৬ আগস্ট ২০২৩, ০৮:২৪
ছবি : সংগৃহীত

বাংলাদেশ নারী ক্রিকেট দলের এক সময়ের গুরুত্বপূর্ণ সদস্য রুমানা আহমেদ। সেই রুমানা কিনা হঠাৎ করে ক্রিকেটকে বিদায় জানালেন।

শনিবার (০৫ আগস্ট) রাতে এক রহস্যময় ফেসবুক পোস্টে ক্রিকেট ছাড়ার ইঙ্গিত দেন টাইগ্রেস এই অলরাউন্ডার।

ইংরেজিতে এই ক্রিকেটার লিখেছেন, ‘নো মোর ক্রিকেট…’ ,যার বাংলা করলে দাঁড়ায়, আর ক্রিকেট খেলা নয়। এমন স্ট্যাটাসের কারণেই তার অবসরের গুঞ্জন ওঠেছে।

এ প্রসঙ্গে এই লেগ স্পিনিং অলরাউন্ডার বলেন, আপাতত স্ট‍্যাটাস নিয়ে কোনো কথা নয়। শিগগির আনুষ্ঠানিকভাবে জানাবেন সব।

সম্প্রতি ফিটনেস ইস্যুতে শ্রীলঙ্কা সফরের দল থেকে বাদ পড়েন রুমানা। যার ব্যাখ্যায় বিসিবি বিশ্রামের কথা বললেও, তা মানতে নারাজ ছিলেন এই অলরাউন্ডার।

সর্বশেষ ঘরের মাঠে ভারত সিরিজেও দলে ছিলেন না রুমানা। টানা দুই সিরিজে ডাক না পাওয়ার পর ক্রিকেটকেই ছাড়ার ঘোষণা দিলেন এই নারী ক্রিকেটার।

উল্লেখ্য, বাংলাদেশ নারী ক্রিকেট দলের অন্যতম কাণ্ডারি রুমানা। ২০১১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে আসা এই ক্রিকেটার দেশের হয়ে খেলেছেন ৫০টি ওয়ানডে এবং ৮৪ টি টি-টোয়েন্টি।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ