ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

এমবাপ্পেকে ধারে চায় লিভারপুল

প্রকাশনার সময়: ৩০ জুলাই ২০২৩, ২১:৪৭
ফাইল ছবি

নতুন মৌসুম শুরুর আগে কিলিয়ান এমবাপ্পেকে ঘিরে দেখা দিয়েছে ধোঁয়াশা। আগামী মৌসুমে তিনি প্যারিস সেইন্ট জার্মেইনে (পিএসজি) থাকবেন, নতুন ঠিকানায় যাবেন নাকি বেঞ্চে বসে কাটাবেন। এটি সম্পূর্ণ নির্ভর করছে তার ওপরই।

স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও সৌদি ক্লাব আল হিলালের পর এবার এমবাপ্পেকে নিয়ে মুখ খুলেছে ইংলিশ ক্লাব লিভারপুল। তাকে ১ বছরের জন্য ধারে নিতে চায় অল রেডসরা।

ফুটবলভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট গোল ডটকমের প্রতিবেদন অনুযায়ী, ধারে এক বছরের জন্য এমবাপ্পেকে নিতে চায় লিভারপুল। এর আগেও বেশ কয়েকবার এমবাপ্পেকে নিয়ে আগ্রহ দেখিয়েছে ক্লাবটি। যদিও শেষমেশ তাকে দলে ভেড়ায়নি অল রেডসরা।

লিভারপুলের এ প্রস্তাব মেনে নিলে এমবাপ্পকে নিয়ে আর্থিক ক্ষতির অঙ্ক কমাতে পারবে পিএসজি। এমবাপ্পে-পিএসজির উত্তপ্ত পরিস্থিতিতে লিভারপুলের এই ধারের প্রস্তাবকে সবচেয়ে কার্যকর সমাধান হিসেবে দেখছেন অনেকেই।

এতে প্রিমিয়ার লিগে এক মৌসুম ধারে খেলে এমবাপ্পেও তার পছন্দের ক্লাব রিয়াল মাদ্রিদে যেতে পারবেন। তবে এ প্রস্তাবে এমবাপ্পে রাজি হবেন কি না, তা নিয়ে প্রশ্ন থেকে যায়।

নয়াশতাব্দী/এমটি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ