ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬

নাইট রাইডার্সের নতুন অধিনায়ক সুনীল নারিন

প্রকাশনার সময়: ১০ জুলাই ২০২৩, ১৮:২৯

যুক্তরাষ্ট্রের মেজর ক্রিকেট লিগে লস এঞ্জেলস নাইট রাইডার্স নামে দল কিনেছেন কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান। আইপিএলের ফ্র্যাঞ্চাইজি কলকাতাতে খেলা সুনীল নারিন অধিনায়কত্ব করবেন লস এঞ্জেলসের। দলটির প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ক্যারিবীয় ফিল সিমন্স। সহকারী কোচ হিসেবে থাকবেন রায়ান টেন ডাসকাট।

আগামী ১৩ জুলাই থেকে শুরু হবে মেজর লিগের প্রথম আসর। নাইটদের হয়ে খেলবেন আইপিএল ও জাতীয় দলে নারিনের সতীর্থ আন্দ্রে রাসেলও। এছাড়াও দলটির হয়ে খেলবেন লকি ফার্গুসন, জেসন রয়, রাইলি রুশো, মার্টিন গাপটিল এবং অ্যাডাম জাম্পাসহ বেশ কিছু আন্তর্জাতিক ক্রিকেটের বড় নাম।

দলটির অধিনায়কত্ব পেয়ে বেশ উচ্ছ্বসিত নারিন। তিনি বলেন, ‘নাইট রাইডার্স যেখানেই খেলুক না কেন, আমি তাদের প্রতিনিধিত্ব করার কথা বলেছি। আমরা দীর্ঘদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে আসার বিষয়ে কথা বলেছি এবং আমি আনন্দিত যে অবশেষে এটা ঘটছে। দলের অধিনায়ক হিসাবে, আমার জন্য বেশ কিছু চ্যালেঞ্জ অপেক্ষা করছে।’

দলটিতে বেশকিছু অভিজ্ঞ ক্রিকেটারের উপস্থিতির কারণে তাদের সাথে অভিজ্ঞতা ভাগাভাগি করে নিতে পারবেন বলেও জানান এই অলরাউন্ডার। এই বিষয়ে নারিন বলেন, ‘এই দলে বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার আছে, যাদের সঙ্গে আমি অভিজ্ঞতা ভাগাভাগি করে নিতে পারি। তাই এটি আমাদের জন্য একটি উত্তেজনাপূর্ণ সময় হবে৷ আমরা আশা করি আমেরিকার সকল নাইট রাইডার্স ভক্তরা আমাদের সমর্থন করতে আসবেন, পাশাপাশি বিশ্ব জুড়ে সমর্থকরা আমাদের সমর্থন করবে।’

নয়াশতাব্দী/এমটি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ