আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী ফুটবল তারকা এমিলিয়ানো মার্টিনেজের সঙ্গে জামাল ভূঁইয়ার দেখা না হওয়া নিয়ে জল কম ঘোলা হয়নি। বিশ্বকাপজয়ী এই গোলরক্ষকের জন্য অপেক্ষা করেও আয়োজকদের কারণে তার সঙ্গে দেখা হয়নি বাংলাদেশ ফুটবল অধিনায়ক জামাল ভূঁইয়ার। আর তাতেই ক্ষোভে ও সমালোচনায় সরব হয়ে ওঠেন নেটিজেনরা।
যদিও নিজেদের ভুল বুঝতে পেরে দুঃখ প্রকাশ করেছিলেন মার্টিনেজকে উপমহাদেশে আনার কারিগর শতদ্রু দত্ত।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘটনাটি জেনে গণমাধ্যমকে শতদ্রু দত্ত জানান, বলুন তো, মার্তিনেজের দোষ কী! ও কি জামালকে চেনে নাকি! আমিই তো চিনি না। চিনলে অবশ্যই দেখা করিয়ে দিতাম।
একে তো মার্টিনেজের বাংলাদেশ সফর নিয়ে তিনি হয়েছেন সমালোচিত। তার উপর জামাল ভূঁইয়া দীর্ঘক্ষণ অপেক্ষা করেও মার্টিনেজের সাথে করতে পারেননি দেখা। সেটি নিয়ে তো রীতিমতো ক্ষোভে ফেটে পরেছেন ফুটবল প্রেমীরা। যদিও জামাল ভূঁইয়ার মন ভালো করতে তিনি মার্টিনেজের স্বাক্ষর করা একটি জার্সি পাঠিয়েছেন।
শতদ্রু বলেন, ‘এমিকে বলেছি জামালের কথা। সেই একটা জার্সিতে জামালকে শুভেচ্ছা জানিয়েছেন। এমি শুভেচ্ছাবার্তায় লেখেন, ‘চিয়ার্স, জামাল।’
নয়া শতাব্দী/এমআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ