ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

আফগানিস্তান সিরিজে কেন নেই বাংলাদেশি আম্পায়ার

প্রকাশনার সময়: ১৩ জুন ২০২৩, ১৬:৫৪
ছবি: সংগৃহীত

আগামীকাল মিরপুরে শুরু হতে যাওয়া বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্টে নেই আম্পায়ারিংয়ে পরিচিত মুখ শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। তিনি ২০১০ সাল থেকে টেস্টে আম্পায়ারিং শুরু করেছেন।

আইসিসির নতুন নিয়ম অনুযায়ী, এবার নিরপেক্ষ আম্পায়ারিংয়ে ফিরছে বাংলাদেশে। মাঠের আম্পায়ার হিসেবে খেলা পরিচালনা করবেন পল রাইফেল ও ক্রিস ব্রাউন।

অন ফিল্ড আম্পায়ার হিসেবে এ পর্যন্ত ৬১ টেস্ট ম্যাচে দায়িত্ব পালন করেছেন ৫৭ বছর বয়সী সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার রাইফেল। আর ৫০ বছর বয়সী ব্রাউনের অভিজ্ঞতার ঝুলিতে আছে চারটি টেস্ট। ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন ইংল্যান্ডের ক্রিস ব্রড।

শহীদ সৈকত ২০১০ থেকে টেস্টে আম্পায়ারিং শুরু করে এখন পর্যন্ত ১৩ টেস্টে তিনি আম্পায়ারিং করেছেন। যার মধ্যে ৯ ম্যাচে অনফিল্ড আম্পায়ার ও ৪ ম্যাচে টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন। ৯ ম্যাচের সব কটিই গত দুই বছরে।

সর্বশেষ এ বছরের এপ্রিলে মিরপুরে বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্টেও আম্পায়ারিং করেছেন সৈকত।

নয়া শতাব্দী/এফআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ