২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ এর ভেন্যু পরিবর্তন হচ্ছে না। অবকাঠামোগত দিক থেকে প্রস্তুত না থাকায় যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ থেকে সরে যাচ্ছে এ আসরের বিশ্বকাপ এমন খবর ছড়িয়ে পড়লেও তা গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি নিশ্চিত করেছে ভেন্যু প্রস্তুতির কাজ চলছে এবং তারা এটি পরিদর্শন করেছে। আইসিসির এক মুখপাত্র বলেছেন, সম্প্রতি দুই স্বাগতিক অঞ্চলের ভেন্যু পরিদর্শন এবং ২০২৪ সালের জুনে টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি পুরোদমে চলছে।
ক্রিকেটবিষয়ক পোর্টাল ক্রিকবাজকে ইসিবির মুখপাত্র বলেন, ‘২০২৪ বিশ্বকাপ ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র থেকে সরে যাওয়ার খবর সত্য নয়। যেহেতু টুর্নামেন্টটির মূল আয়োজক আইসিসি, এ ক্ষেত্রে তাদের বক্তব্য আবশ্যিক ও চূড়ান্ত হিসেবে পরিগণিত হবে।’
ভেন্যু বদলের গুঞ্জন নিয়ে কথা বলেন আইসিসির এক সদস্যও। তার মতে, বাস্তবিক কারণেই ইংল্যান্ডে টুর্নামেন্ট সরানোর সুযোগ নেই, বিশ্বকাপ হবে জুনে। বলা হচ্ছে সম্ভাব্য ভেন্যু ইংল্যান্ড। কেউ যদি ইসিবিকে জিজ্ঞেস করত তারা ২০২৪ আসর আয়োজন করতে পারবে কি না, উত্তরটা খুব পরিষ্কার—তারা পারবে না। সুতরাং ভেন্যু বদলানোর কোনো সম্ভাবনাই তৈরি হয়নি। ইংল্যান্ডের আগামী বছরের সূচির দিকেই তাকিয়ে দেখুন না, যে কেউই ব্যাপারটা বুঝতে পারবে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সম্ভাব্য ভেন্যু হিসেবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা, ডালাস এবং অন্য একটি বিবেচনায় নিচ্ছে আইসিসি, যেখানে ইউএসএক্রিকেটের (ইউএসএসি) প্রশাসনিক সংশ্লিষ্টতা ন্যূনতম রাখার কথা বিবেচনা করা হচ্ছে। আইসিসির পূর্ণ সদস্যদেশ না হয়েও প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের স্বত্ব পাওয়া দেশ যুক্তরাষ্ট্র।
নয়াশতাব্দী/জেডএম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ