ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

বাফুফেতে পদত্যাগের চিঠি কোচ ছোটনের

প্রকাশনার সময়: ২৯ মে ২০২৩, ১৩:৩৯
ছবি : সংগৃহীত

গোলাম রব্বানী ছোটন আগেই বলেছিলেন, দুই-একদিনের মধ্যে নারী ফুটবল দলের প্রধান কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) চিঠি দেবেন। কথামতোই সোমবার (২৯ মে) দুপুরে তিনি বাফুফেকে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন।

পদত্যাগপত্র প্রেরণের কথা নিশ্চিত করে ছোটন বলেন, ‘আমি মেইলে পদত্যাগপত্র বাফুফেকে পাঠিয়েছি। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও নারী উইংয়ের চেয়ারপারসনের কাছে আমি মেইল দিয়েছি।’

এর আগে গত শুক্রবার নানান কারণে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন নারী ফুটবলের সাফল্যের এই রূপকার। মূলত ২০০৬ সাল থেকে বাফুফের সঙ্গে সম্পৃক্ত ছোটন। নারী দলের সাফল্যময় অগ্রযাত্রা তার হাত ধরেই। সাফের বয়স ভিত্তিক ট্রফি ছাড়া বাংলাদেশ মূল আসরও জিতেছে তার কোচিংয়ে।

প্রসঙ্গত, গত তিন মাসের মধ্যে বাফুফেতে এ নিয়ে চারটি পদত্যাগের ঘটনা। আরিফ হোসেন মুন নির্বাহী সদস্য থেকে পদত্যাগ করেন। এরপর তদন্ত কমিটি থেকে পদত্যাগ করেন দুই সহ-সভাপতি আতাউর রহমান ভুইয়া মানিক ও মহিউদ্দিন আহমেদ মহী। এবার নারী দলের প্রধান কোচ পদত্যাগ করলেন।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ