ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

রিয়ালকে উড়িয়ে দিয়ে ফাইনালে ম্যানসিটি

প্রকাশনার সময়: ১৮ মে ২০২৩, ০৭:৩৮

বার্নাব্যুতে প্রথম লেগ ১-১ ড্র হওয়ায় দ্বিতীয় লেগের ওপরই নির্ভর করছিল রিয়াল মাদ্রিদ-ম্যানচেস্টার সিটির ভাগ্য। তবে ঘরের মাঠ ইতিহাদে রিয়ালকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করল ম্যানসিটি। ৪-০ ব্যবধানে রিয়ালকে উড়িয়ে দিয়ে ফাইনালের টিকিট কেটেছে পেপ গার্দিওলার দল।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে বুধবার রাতে মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদ। ম্যাচে শুরু থেকেই বল দখলে আধিপত্য বিস্তার করতে থাকে ম্যানসিটি। ২৩তম মিনিটে গোলের দেখা পায় তারা। কেভিন ডি ব্রুইনের পাস থেকে গোল করে সিটিকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন বের্নারদো সিলভা। এই পর্তুগিজ তারকাই ব্যবধান দ্বিগুণ করেন ৩৭তম মিনিটে। ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় সিটি।

বিরতির পরও আধিপত্য ধরে রাখে স্বাগতিকরা। ৭৬তম মিনিটে গোল বাঁচাতে গিয়ে হেডে নিজেদের জালেই বল পাঠান রিয়ালের ব্রাজিলীয় ডিফেন্ডার এডের মিলিতাও। সিটি তাদের চতুর্থ গোলটি পায় যোগ করা সময়ের প্রথম মিনিটে। বদলি হিসেবে মাঠে নামার দুই মিনিটের মধ্যেই গোলটি করেন সিটির আর্জেন্টাইন তারকা জুলিয়ান আলভারেজ।

দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানে এগিয়ে থেকে ফাইনাল উঠল ম্যানচেস্টার সিটি। ফাইনালে ম্যানসিটির প্রতিপক্ষ ইন্টার মিলান। তুরস্কের রাজধানী ইস্তানবুলে অনুষ্ঠিত হবে এবারের ফাইনাল।

নয়াশতাব্দী/জেডএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ