ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

সাংবাদিকদের ‘বাপের জুতা পরা ছবি’ চান কাজী সালাউদ্দিন!

প্রকাশনার সময়: ০২ মে ২০২৩, ২৩:২৮
ছবি: সংগৃহীত

বাফুফেতে প্রবেশের আগে সাংবাদিকদের ‘বাপের জুতা পড়া’ ছবি পাঠাতে হবে- এমন মন্তব্য করেছেন বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দীন।

মঙ্গলবার (২ মে) বাফুফের নির্বাহী কমিটির সভা শেষে আনুষ্ঠনিক মিডিয়া ব্রিফিংয়ের আগে সাংবাদিকদের সম্পর্কে তিনি এমন বেফাঁস মন্তব্য করেন। ব্রিফিং শুরুর আগে তিনি আলাপ করছিলেন তার দুই পাশে বসা সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম মুর্শেদী ও সহ-সভাপতি কাজী নাবিল আহমেদের সঙ্গে।

ওই সময় নিজেদের মধ্যে আলাপকালে তিনি বলেন, জার্নালিস্টরা এখানে ঢুকতে গেলে তাদেরকে বাপের ছবি দিতে হবে। আরেকটা কন্ডিশন হলো বাপের একটা ফটো পাঠাবে জুতা পরা। ঠিক আছে? এটা মেন্ডেটরি। এখানে ‘বাপের জুতা পরা ছবি’ থাকতে হবে।

পরে ভিডিও বার্তায় কাজী মো. সালাউদ্দিন বলেছেন, একটা নিউজ আমি দেখেছি যেখানে সাংবাদিকদের আঘাত করার জন্য একটা কথা বলেছি। প্রকৃত কথা হলো- আমি সংবাদিকদের কষ্ট দেওয়ার জন্য বলিনি। আমি নাবিলের (কাজী নাবিল আহমেদ) সঙ্গে একটা বিষয় নিয়ে জোক করছিলাম। সেটা যে কেউ টেপ (রেকর্ড) করছিলেন সেটা আমি জানি না। আমি এই কথায় যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, দুঃখ দিয়ে থাকি তাহলে আমি খুবই দুঃখিত। আমি ক্ষমা চাই। কারণ, আমি উদ্দেশ্যমূলক কিছু বলিনি। এটা আমাদের ব্যক্তিগত একটা জোকস ছিল। ওখানে যে টেপ (রেকর্ড) ছিল সেটাও আমি জানি না। কাউকে যদি কষ্ট দিয়ে থাকি তাহলে অবশ্যই আমি দুঃখিত।

নয়াশতাব্দী/এফআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ