ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

২২ ম্যাচ পর রিচার্লিসনের গোল

প্রকাশনার সময়: ০১ মে ২০২৩, ১৭:৩৭
ফাইল ছবি

ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার দুর্দান্ত একটি ম্যাচের সাক্ষী হলো অ্যানফিল্ডের দর্শকরা। চরম নাটকীয় এই ম্যাচে শেষ হাসি হেসেছে অবশ্য লিভারপুল। টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ৪-৩ গোলে জয় পেয়েছে তারা।

ম্যাচের পঞ্চম মিনিটেই নিয়ন্ত্রণ নিয়ে নেয় লিভারপুল। কার্টিস জোন্স ও লুইস ডিয়াজের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় অলরেডরা। ১৫তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান ৩-০ করেন মোহাম্মদ সালাহ। ৩৯তম মিনিটে টটেনহ্যামের হয়ে একটি গোল পরিশোধ করে হ্যারি কেইন। ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় লিভারপুল।

বিরতির পর ম্যাচের ৭৭তম মিনিটে টটেনহ্যামের কোরিয়ান তারকা সন হিয়ুং-মিনের গোলে স্কোরলাইন হয় ৩-২। ম্যাচের যোগ করা সময়ে রিচার্লিসনের হেডারে অবিশ্বাস্যভাবে সমতায় ফেরে টটেনহ্যাম। প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে এটিই প্রথম গোল রিচার্লিসনের। এভারটন থেকে টটেনহ্যামে এসে লিগে ২২ ম্যাচে গোলহীন থাকার পর অবশেষে গোল পেলেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তার উদযাপনটাও ছিল দেখার মতো। জার্সি খোলে নেচেছেন ‘ঘুঘু নাচ’। তার গোলের পর পুরো অ্যানফিল্ড স্তব্ধ হয়ে যায়। লিগে আগের ২২ ম্যাচে কোনো গোল না পেলেও চলতি মৌসুমে চ্যাম্পিয়নস লিগে টটেনহ্যামের জার্সিতে ২ গোল আছে তার।

ব্রাজিলীয় তারকার এই গোলের এক মিনিট পরই অবশ্য উল্লাসে মাতে লিভারপুলের সমর্থকরা। ম্যাচের শেষ মুহূর্তে গোল করে লিভারপুলকে ৪-৩ গোলের জয় এনে দেন দিয়েগো জোতা। এই জয়ের ফলে ৩৩ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে উঠে এলো লিভারপুল। তাদের পরেই অবস্থান টটেনহ্যামের। লিভারপুলের চেয়ে এক ম্যাচ বেশি খেলে রিচার্লিসনদের সংগ্রহ ৫৪ পয়েন্ট।

নয়াশতাব্দী/এমটি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ