ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ব্যাটিংয়ে কলকাতা, একাদশে নেই লিটন দাস

প্রকাশনার সময়: ২৬ এপ্রিল ২০২৩, ১৯:৫১

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে টস হেরে শুরুতে ব্যাটিং করবে কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচেও একাদশে জায়গা হয়নি লিটন দাসের। তবে ইম্প্যাক্ট ক্রিকেটারের তালিকায় আছেন এই বাংলাদেশি উইকেটকিপার ব্যাটার।

চলমান আইপিএলে সাত ম্যাচের পাঁচটিতেই হেরেছে কলকাতা নাইট রাইডার্স। আজ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে গুরুত্বপূর্ণ লড়াইয়ে মাঠে নামতে যাচ্ছে নিতিশ রানার দল। কেননা এই ম্যাচ হারলেই পরবর্তী রাউন্ডে উঠার সমীকরণ কঠিন হয়ে পড়বে কেকেআরের জন্য।

এখন পর্যন্ত নিজেদের সাতটি ম্যাচের একাদশেই একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিল কলকাতা। তবে লাভের লাভ কিছু হয়নি। তাই আজও (বুধবার) বিরাট কোহলির ব্যাঙ্গালুরুর বিপক্ষে জয়ের আশায় পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে নাইট রাইডার্স।

আগের ম্যাচ থেকে কেবল মাত্র একটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে নিতিশ রানার দল। কুলবন্ত খেজরলিয়ার বদলে অভিষিক্ত হয়েছেন তরুণ ভাইভাব আরোরার।

কলকাতা নাইট রাইডার্স: জগদীসান, জেসন রয়, ভেঙ্কেটেশ আইয়ার, নীতীশ রানা (অধিনায়ক), রিংকু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, ডেভিড ভিসে, বৈভব অরোরা, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু: বিরাট কোহলি (অধিনায়ক), শাহবাজ আহমেদ, গ্লেন ম্যাক্সওয়েল, মহিপাল লোমর, দিনেশ কার্তিক, সুয়শ প্রভুদেসাই, ওয়ানিন্দু হাসরাঙ্গা, ডেভিড উইলি, বিজয়কুমার ভিশক, হার্ষাল প্যাটেল, মোহাম্মদ সিরাজ।

নয়াশতাব্দী/এমটি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ