ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

চ্যাম্পিয়ন টেনিস খেলোয়াড় শোভন জামালী আর নেই

প্রকাশনার সময়: ২৫ এপ্রিল ২০২৩, ১৯:০১
ফাইল ছবি

কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন বাংলাদেশ টেনিস অঙ্গনের পরিচিত মুখ শোভন জামালী (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (২৫ এপ্রিল) অস্ট্রেলিয়ার ক্যানবেরায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।

পারিবারিক সূত্র জানায়, আগামীকাল বুধবার ক্যানবেরাতে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। ক্যানবেরাতেই হবে দাফন।

জানা গেছে, দীর্ঘদিন ধরেই অস্ট্রেলিয়া প্রবাসী শোভন জামালী। ১৯৮৬ সাল থেকে ১৯৯৯ সাল পর্যন্ত ১০ বার বাংলাদেশ ডেভিস কাপ দলের অন্যতম সেরা খেলোয়াড় ছিলেন তিনি। বাংলাদেশের হয়ে ৫৩ ম্যাচ খেলে জিতেছেন ২৫টিতে। তিনি টেনিস ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ হাসান জামালীর সন্তান।

শোভন জামালীর মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ টেনিস ফেডারেশন।

নয়াশতাব্দী/এমটি

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ