গোলশূন্য প্রথমার্ধের পর যেন দুই দলই গোল উৎসবে মেতে উঠল। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে উঠল লড়াই। মাত্র ২৩ মিনিটের মধ্যে হলো পাঁচ গোল।
শনিবার (২২ এপ্রিল) অ্যানফিল্ডে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ৩-২ গোলে জিতেছে লিভারপুল। টানা দ্বিতীয় জয়ে প্রিমিয়ার লিগে সাতে উঠে গেল ইয়ুর্গেন ক্লপের দল। ডিওগো জোতা করেন জোড়া গোল। মোহাম্মদ সালাহ করেন জয়সূচক গোল।
মূলত প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ৪৭ থেকে ৭০ মিনিট পর্যন্ত সবগুলো গোল হয়। দ্বিতীয়ার্ধের তিন মিনিটে কর্নার থেকে পাওয়া বল হেড করে লিভারপুলকে এগিয়ে দেন জোতা। নটিংহ্যাম সমতা ফেরায় চার মিনিট পর। মর্গান গিবস হোয়াইটের পাস থেকে সাবেক লিভারপুল ফুলব্যাক নেকো উইলিয়ামসের শট প্রতিপক্ষ খেলোয়াড়ের গায়ে লেগে আলিসনকে পরাস্ত করে।
৫৫তম মিনিটে জোতা আবার লিভারপুলকে লিড এনে দেন। কিন্তু তারা আবার গোল খায় ডিফেন্ডার ভার্জিল ফন ডাইকের ভুলে। হেড করে বল বিপদমুক্ত করতে চেয়েছিলেন তিনি। আনমার্কড গিবস হোয়াইট বল পেয়েই জোরালো শটে ৬৭ মিনিটে ২-২ করেন।
তিন মিনিট পর ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ডের নিচু ফ্রি কিকে বল পেয়ে জাল কাঁপান সালাহ। নটিংহ্যাম পয়েন্ট উদ্ধার করতে বসেছিল। তাইও আইওয়িনির শট বারের ওপর দিয়ে যায়, পরে ব্রেনান জনসন ক্রসবারে আঘাত করেন। তাতে লিভারপুল পুরো ৩ পয়েন্ট পেলো।
নয়া শতাব্দী/এমআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ