ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

সেমির পথে এসি মিলান

প্রকাশনার সময়: ১৩ এপ্রিল ২০২৩, ০৯:০৯

ম্যাচ জুড়ে আক্রমণে আধিপত্য করেছে নাপোলি। কিন্তু কিছুতেই গোলের দেখা পাইনি তারা। নাপোলিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে ওঠার পথে এক ধাপ এগিয়ে গেল এসি মিলান।

নাপোলিকে ১-০ গোলে হারিয়েছে এসি মিলান। ইসমাঈল বেন নাসেরের একমাত্র গোলে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে জয় নিশ্চিত হয় দলটির।

ম্যাচ জুড়ে আক্রমণে এগিয়ে ছিল নাপোলি। তবে ফিনিশিংয়ের অভাবে স্কোরলাইনে পরিবর্তন আনতে পারেনি তারা। শেষ দিকে একজন কম নিয়ে খেললেও দারুণ প্রতিদ্বন্দ্বিতা করে নাপোলি।

প্রথমার্ধে ম্যাচের ব্যবধান গড়ে দেয়া একমাত্র গোলটি করেন ইসমাঈল বেন নাসের। চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে এটিই তার প্রথম গোল। ৪০ মিনিটে লেয়াওয়ের সঙ্গে বল দেয়া নেয়া করে ইসমাঈলকে পাস দেন ব্রাহিম দিয়াস। এই মিডফিল্ডারের নেয়া জোরালো শট গোলরক্ষকের পায়ে লেগে বল জড়ায় জালে।

এদিকে, ম্যাচে ফিরতে মরিয়া নাপোলি বেশ কয়েকবার আক্রমণ চালালেও গোলের দেখা পায়নি। ফলে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে এসি মিলান।

একই সময়ে শুরু আরেক ম্যাচে চেলসিকে ২-০ গোলে হারিয়ে সেমি-ফাইনালের পথে এগিয়ে গেছে রেকর্ড চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। আগামী মঙ্গলবার হবে ফিরতি লেগ।

নয়াশতাব্দী/জেডএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ