ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬

আর্জেন্টিনাকে ৮-২ গোলে গুঁড়িয়ে দিল ব্রাজিল

প্রকাশনার সময়: ১৭ মার্চ ২০২৩, ২২:০৬

কনমেবল বিচ ফুটবলের কোপা আমেরিকায় আর্জেন্টিনাকে ৮-২ গোলে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে পা রেখেছে ব্রাজিল। তবে চিরপ্রতিদ্বন্দ্বিদের বিপক্ষে হারলেও গ্রুপের রানার্স-আপ হয়ে শেষ চার নিশ্চিত করেছে আর্জেন্টিনাও।

ফাইনালে ওঠার লড়াইয়ে শনিবার (১৮ মার্চ) প্রথম সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন প্যারাগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল। পরের দিন (১৯ মার্চ) স্বাগতিক আর্জেন্টিনা খেলবে কলম্বিয়ার বিপক্ষে।

দক্ষিণ আমেরিকাতে বিচ ফুটবল খুবই জনপ্রিয়। আর কোপা আমেরিকা তো পুরো বিশ্বে খুব জনপ্রিয়। যার কারণে ২০১৬ সালে বিচ কোপা আমেরিকার উদ্বোধন করা হয়। ২০২৩ সালে চতুর্থ আসরের খেলা চলছে। যেখানে ব্রাজিল, আর্জেন্টিনা ছাড়াও সেমিফাইনাল নিশ্চিত করেছেন প্যারাগুয়ে ও কলম্বিয়া।

বিচ ফুটবলের কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন প্যারাগুয়ে। তবে এই টুর্নামেন্টের সবচেয়ে সফল দেশ ব্রাজিল। তিনবারের দুইবারই শিরোপা উঁচিয়ে ধরেছে তারা। অন্যদিকে, এখনো শিরোপার স্বাদ পায়নি আর্জেন্টিনা।

এর আগে নিজেদের তৃতীয় ম্যাচে ইকুয়েডরকে ১৩-০ গোলে হারায় দুইবারের কনমেবল বিচ সকার কোপা আমেরিকার চ্যাম্পিয়নরা। ব্রাজিল গ্রুপ পর্বের অপর দুই ম্যাচে পেরুকে ৮-৩ ও উরুগুয়েকে ৬-২ গোলে হারায়।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ