ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬

আমার জীবনের বহু মূল্যবান মুহুর্ত বাংলাদেশে : সৌরভ গাঙ্গুলী

প্রকাশনার সময়: ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৩২ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৩৫

প্রিন্স অফ কলকাতাখ্যাত সৌরভ গাঙ্গুলী বলেছেন, আমার জীবনের বহু মূল্যবান মুহুর্ত বাংলাদেশে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বেলা তিনটা নাগাদ হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন তিনি। সেখান থেকে সরাসরি যোগ দিয়েছেন ডিএনসিসির মেয়রস কাপের উদ্বোধনী অনুষ্ঠানে। সৌরভ গাঙ্গুলীকে ঘিরে মানুষের কমতি ছিল না অনুষ্ঠানে। সেই ভিড় সামলে সৌরভের অনুষ্ঠান মঞ্চে যেতেই লাগল গোটা মিনিট দশেক।

অনুষ্ঠানের এক পর্যায়ে মঞ্চে কথা বলেন সৌরভ। জানালেন, বাংলাদেশের মানুষের থেকে পাওয়া ভালোবাসার কথা। তিনি বলেন, ‘যতবারই আমি এখানে আসি, অনেক মানুষের ভালোবাসা পাই। আমি বুঝতে পারি না, এটা ভারত না বাংলাদেশ। আমাকে এত ভালোবাসা, এত নিজের মনে করার জন্য আন্তরিক শুভেচ্ছা। মেয়র কাপ যেটি দ্বিতীয় সিজনের উদ্বোধন হলো, এটি কিন্তু পশ্চিম বাংলাতেও হয়। কলকাতায় আমরা ফুটবল করি, ক্রিকেট করি। এখানে ভলিবল, বাস্কেটবল, ক্রিকেট, ফুটবল বিভিন্ন ধরনের খেলা হয়।’

প্রথমবার বাংলাদেশে আসার স্মৃতি রোমান্থন করে সৌরভ বলেন, ‘বাংলাদেশে আমি প্রথম আসি ১৯৮৯ সালে, অনূর্ধ্ব-১৯ দলের হয়ে এশিয়া কাপ খেলতে। সেই থেকে বাংলাদেশের মানুষের সঙ্গে আমার সম্পর্ক। প্রচুর মানুষ বন্ধু আমার। ইফতেখার রহমান মিঠু (বিসিবি পরিচালক) সেই থেকে আমার বন্ধু। হয়ত গেল দশ বছর আমি আসিনি। কিন্তু তার সঙ্গে, তার পরিবারের সঙ্গে বাকি বন্ধুদের সঙ্গে আমার দেখা হতো পৃথিবীর বিভিন্ন জায়গায়।’

বাংলাদেশ দলের সঙ্গেই সৌরভের টেস্ট অধিনায়কত্বের অভিষেক হয়। পুরোনো সেই স্মৃতি টেনে তিনি বলেন, ‘আমার প্রথম টেস্ট অধিনায়কত্ব বাংলাদেশে। বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সঙ্গে আমার নাম জড়িয়ে থাকবে। কারণ ওটা ছিল বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচ। আমার মনে আছে তখন নতুন স্টেডিয়াম হয়নি। বঙ্গবন্ধু স্টেডিয়ামে বাংলাদেশ সম্ভবত প্রথম ইনিংসে লিড নিয়েছিল। ড্রেসিংরুমে গিয়ে ভাবলাম, জীবনের প্রথম টেস্ট নেতৃত্বে হেরে যাব! পরে আমরা ম্যাচে ফিরে আসি এবং জিতি। আমার জীবনের বহু মূল্যবান মুহুর্ত বাংলাদেশে।’

প্রসঙ্গত, ঢাকা উত্তর সিটি করপোরেশন আয়োজিত ও টিইএম স্পোর্টসের তত্ত্বাবধানে ‘ডিএনসিসি মেয়র কাপ-২০২৩’ সিজন-২ এর উদ্বোধন হলো আজ। আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহে শুরু হবে ডিনসিসি মেয়র কাপ। টুর্নামেন্টে থাকছে ক্রিকেট, ফুটবল ও ভলিবল। মেয়র কাপ মাদক ব্যবহারের বিরুদ্ধে ভবিষ্যৎ প্রজন্মকে বার্তা দেওয়ার জন্য আয়োজন করা হচ্ছে। মাদকমুক্ত দেশ গড়তে এই টুর্নামেন্টের মধ্য দিয়ে প্রচার চালানো হবে।

নয়াশতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ