ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

অস্ট্রেলিয়ান ওপেনে খেলছেন না কার্লোস আলকারাজ

প্রকাশনার সময়: ০৭ জানুয়ারি ২০২৩, ১৬:০৮

ইউএসএ ওপেনের চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ ইনজুরির ছোবলে পড়ে খেলতে পারবেন না অস্ট্রেলিয়ান ওপেনে। এক টুইটে এই স্প্যানিশ তারকা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

স্পেনের ১৯ বছর বয়সী এই টেনিস তারকা বলেন, ‘অনুশীলনের সময় আমি একটি ইনজুরিতে পড়ি। অস্ট্রেলিয়া ওপেনে খেলার জন্য আমি সর্বোচ্চ পরিশ্রম করেছি, কিন্তু অপ্রত্যাশিতভাবে আমি খেলতে পারবো না।’

টেনিসের র‌্যাংকিংয়ে শীর্ষে আছেন আলকারাজ। তার অনুপস্থিতিতে দ্বিতীয় স্থানে থাকা ২২ বারের মেজর জয়ী রাফায়েল নাদাল শীর্ষস্থানে থেকে খেলতে নামবেন। ১৬ জানুয়ারি থেকে মেলবোর্নে শুরু হবে অস্ট্রেলিয়ান ওপেন।

২০২৩-এর হিসাব ভুলে আলকারাজ এখন কষছেন ২০২৪-এর হিসাব, ‘এটা কঠিন, কিন্তু আমাকে আশাবাদী হতে হবে। সুস্থ হয়ে সামনে এগোতে হবে। দেখা হবে ২০২৪ সালের অস্ট্রেলিয়া ওপেনে।’

নয়াশতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ