ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

পেশাদার টেনিসকে বিদায় জানাচ্ছেন সানিয়া মির্জা

প্রকাশনার সময়: ০৭ জানুয়ারি ২০২৩, ১৫:০৯

আগামী মাসে দুবাইতে অনুষ্ঠিত হতে যাওয়া ডিউটি ফ্রি টেনিস চ্যাম্পিয়ন্সশিপের পর পেশাদার ক্যারিয়ারে ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের সানিয়া মির্জা। সম্প্রতি এক সাক্ষাৎকারে পেশাদার টেনিসকে বিদায় জানানোর এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।

গত বছর ইউএস ওপেনের অংশ নিয়ে টেনিস থেকে অবসরে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি। কিন্তু সেবার ইনজুরির কারণে কোর্টে নামা হয়নি এই টেনিস সুন্দরীর।

আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হবে ডিউটি ​ফ্রি টেনিস চ্যাম্পিয়নশিপ। এই আসরেই শেষবারের পেশাদার টেনিসে দেখা যাবে সানিয়া মির্জাকে। অবশ্য এর আগে ১৬ জানুয়ারি থেকে শুরু হওয়া অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নিবেন তিনি।

এবারের আসরে মিক্সড ডাবলস ইভেন্টে রোহান বোপান্নার সঙ্গে জুটি বেঁধে খেলবেন সানিয়া মির্জা।

নয়াশতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ