ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বসুন্ধরা কিংসের বিপক্ষে খেলতে পারেন রোনালদো

প্রকাশনার সময়: ৩১ ডিসেম্বর ২০২২, ২২:৪০
ছবি: সংগৃহীত

এশিয়া মহাদেশের দুই ক্লাব বসুন্ধরা কিংস এবং আল নাসের। এশিয়ার এই ক্লাবটিতে আসায় বাংলাদেশি ক্লাব বসুন্ধরা কিংসের বিপক্ষে খেলার সম্ভাবনা জেগেছে রোনালদোর। এই দুই দলের দেখা হওয়ার সুযোগ রয়েছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে।

এবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে বসুন্ধরা কিংস। বাংলাদেশি প্রথম ক্লাব হিসেবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের কোনো পর্যায়ে খেলতে যাচ্ছে দলটি। প্লে অফ খেলে মূলপর্বে গেলেই রোনালদোদের বিপক্ষে খেলার সুযোগ পাবে বসুন্ধরা। প্লে অফে হেরে গেলে আবার সরাসরি এএফসি কাপে খেলবে। প্রতি জোনের শীর্ষ ১২ দেশ র‍্যাংকিং অনুযায়ী এএফসি চ্যাম্পিয়ন্স লিগে সুযোগ পায়। বাংলাদেশ ওয়েস্ট জোনে ১২তম স্থানে থাকায় প্রতিযোগিতাটির প্লে-অফ খেলার সুযোগ পাচ্ছে বসুন্ধরা।

চুক্তি অনুযায়ী ২০২৫ সাল পর্যন্ত আল নাসের ক্লাবটিতে খেলবেন রোনালদো। ঠিক কতো টাকায় সিআরসেভেনের সঙ্গে চুক্তি হয়েছে সেটা অবশ্য প্রকাশ করা হয়নি।

জানা গেছে, প্রতি মৌসুমে ৭৫ মিলিয়ন ডলার করে পাবেন রোনালদো। বাংলাদেশি টাকায় যা ৭৫০ কোটিরও বেশি। যা তাকে ক্লাবটির ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড়ে পরিণত করেছে।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ