ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

টেস্টে বাংলাদেশের ইতিহাস সেরা অবস্থানে লিটন

প্রকাশনার সময়: ২৮ ডিসেম্বর ২০২২, ১৬:১০ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২২, ১৬:১৩

আইসিসি টেস্ট ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে ক্যারিয়ারসেরা ১২তম স্থানে উঠে এসেছেন লিটন দাস। সেই সঙ্গে বাংলাদেশের টেস্ট ইতিহাসেও সেরা অবস্থান এটি।

বুধবার (২৮ ডিসেম্বর) সাপ্তাহিক হালনাগাদ র‌্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। সেখানে দুই ধাপ এগিয়ে লিটন এখন আছেন ১২ তম স্থানে। এর আগে বাংলাদেশের আর কোনো ব্যাটসম্যান এতটা ওপরে উঠতে পারেননি।

এর আগে ১৪ তম স্থানে ছিলেন লিটন, যা ছিল যৌথভাবে বাংলাদেশের সেরা। তামিম ইকবালের ক্যারিয়ারসেরা অবস্থানও ছিল ১৪। ভারতের বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে প্রত্যাশামতো পারফর্ম করতে পারেননি। তবে শেষ ইনিংসের ফিফটি তুলে নিয়ে র‌্যাঙ্কিংয়ে বড় সুখবর পেলেন লিটন।

এদিকে মুমিনুল হক পাঁচ ধাপ এগিয়ে ৬৮তম স্থানে উঠে এসেছেন। বোলারদের র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের তিন স্পিনার মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও সাকিব আল হাসানের। এছাড়া অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে তিনেই আছেন সাকিব।

নয়াশতাব্দী/জেডআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ