জাতীয় যুব হকিতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) মওলানা ভাসানী স্টেডিয়ামে অনুষ্ঠিত চ্যাম্পিয়নশিপের ফাইনালে বিকেএসপি ৬-২ গোলে হারিয়েছে রাজশাহীকে। বিকেএসপির হয়ে হ্যাটট্রিক করেছেন রকিবুল হাসান। জোড়া গোল করেছেন সাদ্দাম খান ও একটি গোল করেছেন সাজেদুর রহমান।
চ্যাম্পিয়ন হয়ে বিকেএসপি ২ লাখ টাকা প্রাইজমানি পেয়েছে। রানার্সআপ রাজশাহী পেয়েছে দেড় লাখ টাকা। টুর্নামেন্টে তৃতীয় হয়েছে দিনাজপুর। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে দিনাজপুর ৫-০ গোলে নাটোরকে পরাজিত করেছে। তৃতীয় হয়ে দিনাজপুর পেয়েছে ১ লাখ টাকা।
টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন বিকেএসপির রকিবুল হাসান রকি। সর্বোচ্চ গোলদাতা (১৯টি) একই দলের সাদ্দাম হোসেন। সেরা গোলরক্ষক হয়েছেন দিনাজপুরের মো. সাকিব।
ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেছেন বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি ও বিমাবাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান। উপস্থিত ছিলেন ফেডারেশনের সহসভাপতি আবদুর রশিদ শিকদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফসহ অন্যান্য কর্মকর্তাগণ।
নয়াশতাব্দী/এমএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ