শুধু টি-টোয়েন্টি সংস্করণের জন্য আলাদা কোচ নিয়োগ দেয়ার পর এবার টেস্টের জন্যও এমন কিছুর প্রয়োজনীয়তা দেখছে বিসিবি। শিগগিরই কোচিং প্যানেলে পরিবর্তন দেখা যাবে বলেও জানিয়ে রাখলেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। বাংলাদেশ দলের প্রধান কোচ হিসেবে রাসেল ডমিঙ্গোর ভবিষ্যত তাই এখন বলা যায় অনিশ্চিত।
ডমিঙ্গোর কোচিংয়ে বছরের শুরুতে নিউজিল্যান্ড সফরে মাউন্ট মঙ্গানুই টেস্টে ঐতিহাসিক এক জয়ের দেখা পায় বাংলাদেশ। তবে ওই সাফল্যকে কাজে লাগিয়ে সামনে এগিয়ে যেতে পারেনি টেস্ট দল। বরং এই বছর পরের ৮ টেস্টেই তারা হেরে যায় বাজেভাবে।
বছরের শেষ প্রান্তে এসে আবার আরেকটি স্মরণীয় জয়ের সুযোগ তৈরি হয়। মিরপুরে ভারতকে হারানোর খুব কাছাকাছি চলে যায় বাংলাদেশ। কিন্তু অষ্টম উইকেটে ৭১ রানের অবিচ্ছিন্ন জুটিতে শ্রেয়াস আইয়ার ও রবিচন্দ্রন অশ্বিন জিতিয়ে দেন ভারতকে।
এই টেস্ট শেষের সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কোচিং স্টাফে পরিবর্তনের ইঙ্গিত দেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান, ‘আমাদের একজন কোচ দরকার, যে টেস্ট ক্রিকেটের জন্য ভালো।
ওয়ানডেতে আমরা ভালোই করছি। সেটার দিকে তাও নজর রাখা দরকার, কারণ, বিশ্বকাপ খুবই কাছে, ২০২৩ সালে। এটির দিকে নজর রাখতে হবে। পাশাপাশি, আমরা চাই, টেস্ট দলের টিম ম্যানেজমেন্টে যারা থাকবেন, তারা যেন ইম্প্যাক্ট রাখতে পারেন। কোচের যাতে দলের ওপর ইমপ্যাক্ট থাকে, দলের মধ্যে তার ইনফ্লুয়েন্স থাকে, প্রভাব থাকে। আমাদের এই ধরনের কোচ দরকার। আমার মনে হয় শিগগিরই আপনারা কিছু পরিবর্তন দেখতে পাবেন। দেখা যাক, চেষ্টা করছি আমরা।’
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ