ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ছিনতাইয়ের শিকার ব্রাজিলের সাবেক কোচ তিতে

প্রকাশনার সময়: ২৫ ডিসেম্বর ২০২২, ১৭:২৩

বিশ্বকাপের রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। কাতার বিশ্বকাপে ‘মিশন হেক্সা’ জয়ের স্বপ্ন নিয়ে এসছিল সেলেসাওরা। তবে সে স্বপ্ন অধরাই। সেমিফাইনালের আগেই বিদায় নেয় নেইমারদের ব্রাজিল।

বিশ্বকাপ থেকে সেলেকাওদের বিদায়ের পর পদত্যাগ করেন কোচ লিওনার্দো তিতে। এ ঘোষণা তিনি আগেই দিয়েছিলেন। জানিয়েছিলেন ব্রাজিলের কোচ হিসেবে কাতারের মাটিতেই হতে চলেছে তার শেষ বিশ্বকাপ। দল থেকে বিদায়ের পরপরই ছিনতাইয়ের শিকার হওয়ার কথা জানিয়েছেন তিনি।

ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো জানায়, শুক্রবার ভোরে বারা বিচে হাঁটতে বেরিয়েছিলেন তিতে। সেই সময় এক ছিনতাইকারী এসে তার গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।

ব্রাজিলের সাবেক কোচ তিতের অভিযোগ, রিওতে তিনি ছিনতাইয়ের শিকার হন।

স্থানীয় সংবাদমাধ্যম লান্সকে পুলিশের এক কর্মকর্তা বলেন, এ বিষয়ে আমাদের কাছে এখন পর্যন্ত কোনো নথি নেই; আমরা কোনো অভিযোগও পাইনি। তাই এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো তথ্য নেই।

২০১৬ সালের জুনে কার্লোস দুঙ্গার উত্তরসূরি হিসেবে ব্রাজিলের দায়িত্ব নিয়েছিলেন তিতে।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ